Sohorer Ushnotomo Dine Lyrics By Moheener Ghoraguli
- Song: Tomay Dilam Aaj
- Bangla Band: Moheener Ghoraguli
Sohorer ushnotomo dine song is performed by the bangla band "Moheener Ghoraguli". Sohorer Ushnotomo Lyrics. Lyrics of sohorer ushnotomo dine. Sohorer Ushnotomo Lyrics Mohiner Ghoraguli. Sohorer Ushnotomo Dine Song Lyrics.
Sohorer Ushnotomo Dine Song Lyrics in Bengali:
শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ।
আর কী বা দিতে পারি
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি।
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন...
তোমায় দিলাম আজ।
কী আছে আর,
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরা
সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ।
পারবোনা দিতে
ঘাস ফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ।
শহরের কবিতার ছবি, সবই
তোমায় দিলাম আজ
আর কী বা দিতে পারি
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি।
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন...
তোমায় দিলাম, তোমায় দিলাম
তোমায় দিলাম
শহরের উষ্ণতম দিনে - মহীনের ঘোড়াগুলি:
Sohorer ushnotomo dine
Pitch gola roddure brishtir biswas
Tomay dilam aaj.
Arr ki ba ditey pari
Purono michhile purono tram der sari
Footpath ghensa balloon gari
Suto bandha joto laal arr saada
Orai amar thotomoto ei shohore
Rhododendron...
Tomay dilam aaj.