Tomake Chara a Akash Lyrics by Arijit Singh
Song : Saratadin Ghire Acho TumiMovie : Yoddha (2014)
Singer: Arijit Singh and Anwesshaa Datta Gupta
Music Composer : Indraadip Dasgupta
Lyrics: Srijato
Director: Raj Chakraborty
Producer: Shree Venkatesh Films
Saratadin song is sung by Arijit Singh & Anwesshaa Datta Gupta. Starring: Dev, Mimi & others . Tomake Chara E Akash song is from Yoddha movie. Tomake chara a akash lyrics.
Saratadin Song Lyrics In Bengali :
সারাটা দিন
ঘিরে আছো তুমি এত রঙ্গিন
হয়নি কখনো মন,
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন ।
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাঁশি বাজে না,
চলনা আজ এ রূপকথা
তোমাকে শোনাই ।
সারাটা দিন
ঘিরে আছো তুমি এত রঙ্গিন
হয়নি কখনো মন,
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন ।
আকাশ হারায় যেখানে
ও.. তোমায় ছোঁবো সেখানে,
ও.. ভালোবাসো এখনি
হো.. পরে কি হয় কে জানে ।
সারাটা দিন
ঘিরে আছো তুমি এত রঙ্গিন
হয়নি কখনো মন,
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন ।
ভালো লাগা সারাক্ষণ
ও.. জানিনা তার কি কারণ,
হা.. ভেসেছি স্বপ্নে আমি
ও...তোমাকে পেয়েছে মন ।
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাঁশি বাজে না,
চলনা আজ এ রূপকথা
তোমাকে শোনাই ।
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাঁশি বাজে না,
চলনা আজ এ রূপকথা
তোমাকে শোনাই ।
সারাটা দিন
ঘিরে আছো তুমি এত রঙ্গিন
হয়নি কখনো মন,
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন ।
সারাটাদিন লিরিক্স:
Saratadin
ghire acho tumi eto rongin
Hoyni kokhono mon
Sarataraat
Aschena ghum dhorechi hat
Thakbo sarajibon.
Tomake chara a akash saje na
Sohojeto banshi baje na
Cholona aaj e rupkotha
Tomake sajai..