Vulechi Nijer Thikana Lyrics by Mahtim Shakib
- Song: Vulechi Nijer Thikana
- Singer: Mahtim Shakib
- Lyrics : Faisal Rabbikin
- Tune & Music : Sheikh Mohammad Razoan
- Cast : Ziaul Faruq Apurba, Tanjin Tisha.
- DOP : Nayem Fuad
- Script & Direction : Mehedi Hasan Jony
- Label : Soundtek
Vulechi Nijer Thikana Lyrics In Bengali :
চাই তোমায় যতটুকু বলতে পারিনা
শুধু জানি তুমি ছাড়া শূন্য আমি খুব
ভালো কিছু লাগেনা,
ভুলেছি নিজের ঠিকানা
তোমার মাঝে এত ডুবেছি।
কেনো যে বলো বোঝনা
সেই কবে তোমার হয়েছি ।
মায়া ভরা ওই মুখে খুঁজি বেঁচে থাকার কারণ
বুকেরই মাঝখানে করি তোমায় ধারণ ।
এই ভালোবাসা যাচ্ছে বেড়ে শুধু
কম কভু হবে না,
ভুলেছি নিজের ঠিকানা
তোমার মাঝে এত ডুবেছি।
কেনো যে বলো বোঝনা
সেই কবে তোমার হয়েছি।
একসাথে একপথে হারালে খুব কি ক্ষতি ?
কান পেতে শোননা একি হয় অনুভূতি ।
এই ভালোবাসা ছুঁয়ে দেখনা
কভু ফুরবেনা,
ভুলেছি নিজের ঠিকানা
তোমার মাঝে এত ডুবেছি।
কেনো যে বলো বোঝনা
সেই কবে তোমার হয়েছি ।
ভুলেছি নিজের ঠিকানা লিরিক্স - মহতিম শাকিব :
Valobashi koto tuku bojhate parina
Chai tomay joto tuku bolte parina
Sudhu jani tumi chara shunno ami khub
Valo kichu lagena
Bhulechi nijer thikana
Tomar majhe to dubechi
Keno je bolo bojhona
Sei kobe tomar hoyechi