Comment Bichitra Lyrics

Comment Bichitra Lyrics By Taalpatar Shepai

  • Song: Commentবিচিত্রা
  • Band: Taalpatar Shepai
  • Singer: Pritam Das
  • Composers: Pritam, Suman
  • Lyrics Compilation: Kritee Roy

Commentবিচিত্রা song is sung by Pritam Das. This song is performed by Taalpatar Shepai band. Music composed by Pritam & Suman. The lyrics of this song was made from selected YouTube comments.

Comment Bichitra Song Lyrics in Bengali:


কোথায় যেন হারিয়ে গেলাম নেশায়
ডার্ক সার্কেল খুব বেড়ে গেছে তবে
স্বপ্নে দেখি কে তুমি গিটারওয়ালা?
ভালোবেসে ফেললাম, এবার কী হবে?

একেবারে জমে ক্ষীর হয়ে গেছে ড্রিমটা
বলার ভাষা হারিয়ে ফেললাম আহা
কান্না কেন আসছে, ইট্স সো প্রেটি
হারিয়ে যেওনা প্লিজ, এটাই আবদার

তোমার জন্য কালজয়ী গান গাইবো
"অসাধারণ ভাই" বলবে সব চাপকে
তোমার জন্য বাপুজী কেকের প্যাকেজিং এ ভরা
অথচ নতুন স্বাদের কাপ কেক

এক লাল শার্ট আর কইবার পরবা?
ভোরের মতো স্নিগ্ধ তোমার হাসি
মশাদের চুমু আর খেয়ো না লক্ষ্মী
আমি তো আছি, ভীষণ ভালোবাসি

এম্ এইট্টি টা যে রাস্তায় চালালে এখন
হেলমেট টা কোথায় পাব ভাই?
শুরু হয়েই শেষ হয়ে গেল চিন্তা
আমার এখন টোটোই ভরসা তাই

এখন তুমি আর নেচোনা প্লিজ
আমি ঘুমাচ্ছি, পরে স্বপ্ন দেখা যাবে
নদীর পারে বসে বরং ভাব
সহজ পাঠ গানটা কবে পাবে

কমেন্ট বিচিত্রা গান - তালপাতার সেপাই: 


Kothay jeno hariye gelam neshay
Dark circle khub berey geche tobe
Swopne dekhi ke tumi guitarwala?
Bhalobese fellalm ebar ki hobe?

Ekebare jome khir hoye geche dream ta
Bolar bhasa hariye fellam aha
Kanna keno asche, it's so pretty
Hariye jeona please, etai abdar
326404665953066090

TRENDING NOW

326404665953066090