Krishno Preme Pora Deho Lyrics

Krishno Preme Pora Deho Lyrics

  • Song: Krishna Preme Pora Deho
  • Vocal: Lalan fakir

Cover Song Credit:

  • Vocal: Arkadeep Misra
  • The Folk Diaryz

Krishno Preme Pora Deho song is sung, composed & written by Lalon fakir. Cover song is sung by Arkadeep.

Krishno Preme Pora Deho Song Lyrics:


কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কী দিয়ে জুড়াই বলো সখি?
কী দিয়ে জুড়াই বলো সখি?
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কী দিয়ে জুড়াই বলো সখি?
কী দিয়ে জুড়াই বলো সখি?

কে বুঝবে অন্তরের ব্যথা
কে বুঝবে অন্তরের ব্যথা
কে মোছাবে আঁখি

কী দিয়ে জুড়াই বলো সখি?
কী দিয়ে জুড়াই বলো সখি?

যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাব নিয়ে ফুলেরও মালা
নগর গাঁয়ে ঘুরবো আমি, নগর গাঁয়ে
নগর গাঁয়ে ঘুরবো আমি
যোগিনী বেশ‌ ধরি

কী দিয়ে জুড়াই বলো সখি?

তোমরা যদি দেখে থাকো, খবর দিও তারে
নইলে আমি প্রাণ ত্যেজিব যমুনারই নীড়ে
কালা আমায় করে গেল
কালা আমায় করে গেল
অসহায় একাকী

কী দিয়ে জুড়াই বলো সখি?
কী দিয়ে জুড়াই বলো সখি?

কালাচাঁদ কে হারাইয়া হলাম যোগিনী
কত দিবা নিশি গেল
কেমন জুড়াই আঁখি

লালন বলে যুগল চরণ
লালন বলে 
লালন বলে যুগল চরণ
আমার ভাগ্যে হবে কী?

কী দিয়ে জুড়াই বলো সখি?

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ লিরিক্স:

Krishno Preme Pora Deho 
Ki diye jurai bolo sokhi?
Krishna Preme Pora Deho
Ki diye jurai bolo sokhi

Ke bujhbe ontorer byatha
Ke bujhbe ontorer byatha
Ke mochhabe ankhi?

Ki diye jurai bolo sokhi

Je deshete achhe amar bondhu chand kala
Sey deshete jabo niye fulero mala
Nogor ganye ghurbo ami, nogor ganye
Jogini besh dhori
326404665953066090

TRENDING NOW

326404665953066090