Take Bole Elam Lyrics

Take Bole Elam Lyrics By Pijush Das

  • Song: Take Bole Elam
  • Singer, composer, Lyricist: Pijush Das

Take Bole Elam song is composed, written & sung by Pijush Das. Take Bole Elam Lyrics.

Take Bole Elam Song Lyrics in Bengali:


আমি বলে এলাম তাকে
যেন ভুলে যায় তোমাকে 
যেন আটকে আর না থাকে 
অভ্যাসে তোমার।

কোন পরিচিত ডাকে
মন ফিরে দেখার আগে
ধরে অন্যহাত, প্রতিরাত
যেন ভুলতে চায় তোমায়।

বলে এলাম আজো
তোমার এই একলা দেশ,
শুধু ভাবতে চায় সেই তাকেই প্রতিদিন।

তুমি দিয়েছ কথা
শেষ রাতের কান্নাদের,
ভালোবাসবে তাও ফিরবেনা
আর কোনোদিন,

বলে এলাম বলে এলাম
বলে এলাম আমি তাকে
বলে এলাম ।।

তার যে কটা গান লেখা ছিল
তোমায় নিয়ে তোমায় ভেবে
সেই গান আজও
সে রাত্রি জুড়ে গায়

তার কান্না দের দিনরাত্রি নেই
তার যন্ত্রণার সহযাত্রী নেই
শুধু এই কথাই জানালো আমায়

তোমার স্মৃতিতেই
তার ব্যথার দেয়াল সাজানো
তার অতীতে সে খোঁজে তোমাকেই ।।

আমি বলে এলাম তাকে
যেন কখনো‌ না ডাকে
কেউ আমাকে আর চিঠি হাতে নিজেদের মাঝে।

গত দুই দশক ধরে
কথা দেওয়া নেওয়ার পরে
আমি ক্লান্ত খুব ক্লান্ত আজ
এত ব্যথার ভারে।

বলে এলাম তাকে শেষবারের মতো
বিচ্ছেদে যেন ভুলতে চায়
নিজেদের সবটুকু
আমি পারবো না আর আটকাতে
ইচ্ছেদের একা বাঁচতে চাই অনুরোধ এটুকুই।

বলে এলাম বলে এলাম বলে এলাম
আমি তাকে বলে এলাম ।।

তাকে বলে এলাম লিরিক্স:


Ami bole elam take
Jeno bhule jai tomake
Jeno aatke ar na thake
Obhyase tomar

Kono porichito dake
Mon phire dekhar agey
Dhore onnyo haat, proti raat
Jeno bhulte chai tomay

Bole elam aajo
Tomar ei ekla desh
Shudhu bhabte chai sei takei
Protidin

Tumi diyecho kotha
Shesh raater kannader
Bhalobasbe tao phirbe na
Arr konodin.
326404665953066090

TRENDING NOW

326404665953066090