Abar Brishti Hobe Lyrics by Minar Rahman and Shusmita Anis
- Singer-Abar brishti hobe
- Singer- Shusmita Anis and Minar Rahman
- Lyrics and Tune - Minar Rahman
- Music Arrangement - Sajid Sarker
- Story & Direction - Nahiyan Ahmed
- DOP-Sumon Sarker
- A Flybot Studios Productions
- Label- New Music Paradigm Company
Abar Brishti Hobe song Lyrics in Bengali:
হয়তো এক ভোরে
কোন এক বিকেলে
আবার আমাদের দেখা হবে,
গোধূলির আলোয় মুখোমুখি হয়ে
আবার আমাদের কথা হবে ।
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো..
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো ।
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো ..
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো ..
ঘুম ভাঙ্গা শহর দেখবো,
ঘুম ভাঙ্গা শহর দেখবো । ।
আমি তোমার মাঝে বৃষ্টি হয়ে
আবার ঝরতে চাই,
আমি তোমার হাতের স্পর্শ হয়ে
আবার বাঁচতে চাই ।
তোমার ওই দুটো চোখ জুড়ে
কত গল্পের মায়া,
অলিখিত সব কবিতা, আজ দিশহারা ।
হয়তো জোছনা আকাশের বুকে
আবার আমাদের ডাকবে,
হয়তো অন্ধকার অভিমান মুছে
আবার আলোতেই হাসবে । ।
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো..
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো ।
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো ..
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো ..
ঘুম ভাঙ্গা শহর দেখবো,
ঘুম ভাঙ্গা শহর দেখবো । ।
আবার বৃষ্টি হবে লিরিক্স - মিনার রহমান, সুস্মিতা অনিস :
Hoyto ek bhore
Kono ek bikele
Abar amader dekha hobe
Godhulir aloy mukhimukhi hoye
Abar amader kotha hobe
Abar dujone chena poth dhore
Bosonto batas mekhe vasbo
Abar dujone golir ekone okone
Valobasha mekhe hasbo