Coffee Houser Sei Addata Lyrics (কফি হাউসের সেই আড্ডাটা) Manna Dey
Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics
Song: Coffee House
Singer: Manna Dey
Music: Suparnakanti Ghosh
Lyrics: Gauriprasanna Mazumder
Album: Hits Of Manna Dey Volume 2
Cover Song Credit:
Vocal: Anik Antar
Band: Bohubrihi (বহুব্রীহি)
Coffee Houser Sei Addata Aaj Aar Nei song is sung by Manna Dey. This song is from the album "Hits Of Manna Dey Volume 2". Music composed by Suparnakanti Ghosh. Lyrics written by Gauriprasanna Mazumder. Coffee House Lyrics. Manna Dey coffee houser sei addata aaj arr nei. Coffee houser adda lyrics. Coffee house song lyrics.
Coffee Houser Sei Addata Aaj Aar Nei song covered by Bohubrihi.
Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics in Bengali:
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
লা লা লা লাললালা লা লা
নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোনো খবরে
গ্র্যান্ডের গিটারিস্ট গুয়ানিজ ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে
আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে
জীবন করেনি তাকে ক্ষমা হায়
কফি হাউজের সেই আড্ডাটা
আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
সুজাতায় আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ী বাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকত
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই, আজ আর নেই
লা লা লা লাললালা লা লা
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনার ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে, জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই, আজ আর নেই
লা লা লা লাললালা লা লা
কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা
পেল না সে প্রতিভার দামটা
অফিসের সোশ্যালে, অ্যামেচার নাটকে
রমা রায় অভিনয় করত
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কী লিখেছে তাই শুধু পড়ত
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এল গেল, কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায়
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
লা লা লা লাললালা লা লা
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
কফি হাউসের সেই আড্ডাটা লিরিক্স:
Coffe Houser Sei Addata Aaj Aar Nei
Aaj aar nei
Kothay hariye gelo sonali bikel gulo sei
Aaj aar nei
Lalala la la lallala la la la
Nikhilesh Paris a, Moidul dhakate
Nei tara aaj kono khobore
Grand er guitarist Guaniz Di Souza
Ghumiye achhe je aaj kobore
Kake jeno bhalobese
Aghat peye je sheshe
Pagla garode achhe Roma Roy
Amol ta bhugchhe duronto cancer a
Jibon koreni takey khoma haay
Coffe Houser Sei Addata Aaj Aar Nei
Aaj aar nei
Kothai harie gelo sonali bikel gulo sei
Aaj aar nei
Sujatai aaj shudhu sobcheye sukhe achhe
Shunechi toh lakhpoti swami tar
Hirey aar johorote aaga gora mora se
Gari bari sob kichu dami tar
Art College er chhele Nikhilesh Sanyal
Biggyaponer chhobi ankto
Aar chokh bhora kotha niye
Nirbak shrota hoye
Disouza ta bose shudhu thakto
Amarkobita4u.com
We provide Bengali poems & the lyrics of Bengali songs.