Ghum Lyrics

Ghum Lyrics by Moontasir Rakib

  • Song- Ghum
  • Vocal- Moontasir Rakib
  • Second vocal & guitar - Ahasan Tanvir Pial
  • Guitar pluckings - Arman Amitab
  • Bass- Iftekar Ika
  • Recorded , Mixed & Mastered at - Ashtray Studio
Ghum song is sung by Moontasir Rakib. Ghum song lyrics.

Ghum Lyrics in Bengali :


খোলা চোখখানা করো বন্ধ
বাতাসের ঠান্ডা গন্ধ
বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে
আসো ছোট্ট একটা গান করি
যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে
বসে হাত খানা দিবে কপাল ভরে
ভয় নেই আমি আছি পাশে
হাতখানা ধরে আছি হেসে
কোলেতে আমার মাথা তোমার

অন্ধকার রাত নিশ্চুপ সব
জোনাকির দল আজও জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের
হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল?
ফুটবে সকাল..
আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয় চাঁদ মামা কাছে আয়
যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপটা দে যাতে
কিছু আলোকিত হয়
সে যাতে ভয় না পায়

পরী আয় তার দুহাত ধরে
নিয়ে যা স্বপনের খেলা ঘরে
যেথা মিলবে তার সুখের ঠিকানা
তারাদল ছুটে আয় এইখানে
তার ঘুমখানা যাতে না ভাঙ্গে তাই
নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়

যদি দেখো সেথা আমায়
বসে গান তোমায় শোনায়
তুমি মিষ্টি এক চুমু খেয়ো মোর গালে

অন্ধকার রাত নিশ্চুপ সব
জোনাকির দল আজও জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের
হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল?
ফুটবে সকাল..

আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয় চাঁদ মামা কাছে আয়
যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপটা দে যাতে
কিছু আলোকিত হয়
আহা.. আহা ..

ঘুম লিরিক্স - মুনতাসির রাকিব :


Khola chokkhana koro bondho
Batasher thanda gondho
Boye berai ghorero bahire 
Aso chotto ekta gan kori
Jate ghum parani masi ese pashe
Dibe haat khana dibe kopal vore
Voy nei ami achi pase
Haat khana dhore achi hese
Kolete amar matha tomar
326404665953066090

TRENDING NOW

326404665953066090