Michael Vidyasagar Sangbad Lyrics

Michael Vidyasagar Sangbad Lyrics By Anupam Roy

  • Song: Michael Vidyasagar Sangbad
  • Music & Lyrics: Anupam Roy
  • Vocals: Anupam Roy & Anirban Bhattacharya

Michael Vidyasagar Sangbad song is sung by Anupam Roy & Anirban Bhattacharya. Music composed by Anupam Roy. Michael Vidyasagar Sangbad Lyrics. Michael Vidyasagar Sangbad. Michael Vidyasagar Sangbad Song.

Michael Vidyasagar Sangbad Song Lyrics Bengali:


সুদূর বিদেশে পড়ে আছি আমি,
জীবন কি তবে ব্যর্থ?
বিদ্যাসাগর বাঁচাও আমায়
পাঠাও আমাকে অর্থ

তুমি বলেছিলে আমার লেখাতে
পেয়েছিলে গ্রেট মেরিট
অমিত্রাক্ষরে ভালোবাসা নিও
সহ্য হয়না দেরী

কথা দিয়ে ওরা কথা রাখবে না
মানুষেরই অভ্যাসে
বন্ধু তোমায় বলেছি যখন
থাকব তোমার পাশে

এই নাও কিছু হাজার পাঠাই
আরও প্রয়োজনে জানাও
পড়া শেষ করে ব্যারিস্টারি
নতুন কাব্য শোনাও

ওরা দুজনে ছিল বন্ধু
ওরা দুজনে ছিল বন্ধু

ধন্যবাদের ভাষা খুঁজি আমি
নিজের মাতৃভাষায়
দেশে ফিরে আমি এলাম বন্ধু
তোমাদের ভালোবাসায়

অভাব আমার স্বভাবে যে ভিড
হোটেল নিয়েছি ভাড়া
আয় ভালো তবে ব্যয় আরও বেশি
আমি আমার সর্বহারা

তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা
বলো ক'জনার আছে
ধার দেনা শুধু বাড়তেই থাকে
আর ভালো লাগে না যে
আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল
তাদেরকে যেন ঠকাতে না হয়
আমার কথাও ভেব

ওরা দুজনে ছিল বন্ধু
ওরা দুজনে ছিল বন্ধু

করুণা সিন্ধু ভাগ্য আমার 
তোমাকে চিনেছি আমি
স্নেহমমতায় ভরা যে তোমার
মনটা সবচেয়ে দামী

বন্ধু আমার আমাকে দিয়েছ
কত না সুখের দিন
সব বেচে দিয়ে শোধ করে যাব
আমার যা আছে ঋণ

মাইকেল বিদ্যাসাগর সংবাদ লিরিক্স - অনুপম রায়:


Sudur bideshe pore achhi ami
Jibon ki tobe byartho
Vidyasagar banchao amay
Pathao amake ortho

Tumi bolechhile amar lekha te
Peyechhile great merit
Amitrakkhore bhalobasa niyo
Sojjyo hoyna deri

Kotha diye ora kotha rakhbe na
Manusher e ovyashe
Bondhu tomay bolechhi jokhon
Thakbo tomar pashe

Ei nao kichhu hazar pathai
Arro proyojone janao
Pora shesh kore barrister e
Notun kabyo shonao

Ora dujone chhilo bondhu
326404665953066090

TRENDING NOW

326404665953066090