Rajkonna Lyrics Raz Dee

Rajkonna Song Lyrics By Raz Dee

  • Song: Rajkonna
  • Singer: Raz Dee
  • Lyrics: Raz Dee
  • Cast: Adib, Safa Kabir

Rajkonna Song is sung by Raz Dee. He also wrote the lyrics. Rajkonna Song Lyrics. Rajonna Lyrics.

Rajkonna Song Lyrics in Bengali By Raz Dee:


লাল পাড়, হলুদ শাড়ি
পরে মেয়েটি লাগছে ভারি চমৎকার
বাসের সিট তাকে ছেড়ে দিয়ে
বেহালা থেকে রাসবিহারী, আহা চমৎকার

প্রথম দেখাতে প্রেমে আজ পড়তে শিখেছি
তোর লাজুক হাসিতে জ্যোৎস্না দেখেছি
সত্যি না স্বপ্ন, তুই কেমন নেশা
কারণ তুই হলি আমার রূপকথার রাজকন্যা

ও হো হো রাজকন্যা
ও হো হো...

ভীড়ে তোর হারিয়ে যাওয়া
জীবন আবার ছন্নছাড়া
লাগে ভয়, বড় লাগে ভয়

একি স্টপে সাথে নামা
নিয়তির একি খেলা
কার এই দায়, দিই কাকে দায়

তোর রূপে হারিয়ে চেতনা
ভুলিয়ে তুই সবই বেদনা
তুই ছাড়া আর কারোর সাধ্যি নয়

মুহূর্তে যেই রাস্তায় তোর নামা
যানজট মাঝে সব থমকে যাওয়া
মুগ্ধ মন তোকেই কাছে চায়

প্রথম দেখাতে প্রেমে আজ পড়তে শিখেছি
তোর লাজুক হাসিতে জ্যোৎস্না দেখেছি
সত্যি না স্বপ্ন, তুই কেমন নেশা
কারণ তুই হলি আমার রূপকথার রাজকন্যা

ও হো হো রাজকন্যা
ও হো হো...

শিল্পী তুমি এ খোদা
সৃষ্টি তোমার অপরূপা
যত করি তারিফ তার রূপের
ততই যেন কম বলা

দু'চোখ ভরে দেখে যাই তোকে
দুপুর ছায়ার স্নিগ্ধতা
সময়ের খেই হারিয়ে ফেলি
তবু যে মন ভরে না

রাজকন্যা লিরিক্স - রাজ দে:


Laal par holud saree
Porey meyeti lagche bhari chomotkar
Bus er seat taake chere diye
Behala theke rasbehari aha chomotkar

Prothom dekhate preme aaj porte shikhechi
Tor lajuk hasite jotsna dekhechi
Sottyi na swapno, tui kemon nesha
Karon tui holi amar rupkothar rajkonna

O ho ho rajkonna
O ho ho
326404665953066090

TRENDING NOW

326404665953066090