Sajna Lyrics Bojhena Se Bojhena


Sajna Lyrics by Prashmita Paul

  • Song : Sajna
  • Movie : Bojhena shey Bojhena
  • Starring : soham, Mimi Chakraborty, Abir Chatterjee, payel Sarkar & others
  • Produced by : svf
  • Presented by : Shrikant Mohta  & Mahendra Soni
  • Directed by : Raj Chakraborty
  • Music : Arindom
  • singer : Prashmita Paul
  • Lyrics : prasen

Sajna ab ankhiya tore bin song is sung by Prashmita Paul. Jonaki suncho naki bengali song lyrics written by prasen. This song is from Bojhena shey Bojhena movie. Sajna Song Lyrics Bengali. Sajna Lyrics Bengali. Sajna Song. Sajna Song Lyrics From Bojhena Se Bojhena.

Sajna Song Lyrics in Bengali : 


ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
অকারণে আমি অল্প আঘাতে
হচ্ছি অভিমানী..

কাঁচা-মিঠে আলো নাম কী জানি তার
বড় অগোছালো কাটছে দিন আমার
বেজে ওঠে মন পিয়ানো গিটার
হালকা ঘুম পাড়ানি..

সে তো জল্পনাতে কল্পনাতে
থাকছে জড়িয়ে
আর একলা রাতের আস্কারাতেও
রাখছে জড়িয়ে

সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন

জোনাকি শুনছো নাকি
ওই জ্বলে নিভে বলে যায়
ডানাতে কেনো মন খারাপ
লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়

জোনাকি শুনছো নাকি
ওই জ্বলে নিভে বলে যায়
ডানাতে কেনো মন খারাপ
লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়

বলি বৃষ্টি দিনের অলক্ষুণে
ঝোড়ো হাওয়াকে 
আর লালচে রাতের আস্কারাতে
ভিজতে চাওয়াকে

সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন

বালিশে নেলপালিশে 
ওই দাগেরা কেটেছে নাম
মনেতে তাও মন খারাপ
নিয়ে তারই তো হয়ে গেলাম 

বালিশে নেলপালিশে 
ওই দাগেরা কেটেছে নাম
মনেতে তাও মন খারাপ
নিয়ে তারই তো হয়ে গেলাম

সে তো জল্পনাতে কল্পনাতে
থাকছে জড়িয়ে
আর একলা রাতের আস্কারাতেও
রাখছে জড়িয়ে

ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
অকারণে আমি অল্প আঘাতে
হচ্ছি অভিমানী..

কাঁচা-মিঠে আলো নাম কী জানি তার
বড় অগোছালো কাটছে দিন আমার
বেজে ওঠে মন পিয়ানো গিটার
হালকা ঘুম পাড়ানি..

সে তো জল্পনাতে কল্পনাতে
থাকছে জড়িয়ে
আর একলা রাতের আস্কারাতেও
রাখছে জড়িয়ে

সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন ।

সাজনা লিরিক্স :

Dhora dilo keo olpo chauyate
Ure gelo kichu golpo haouyate
Dhora dilo kro olpo chauyate
Ure gelo kichu golpo haouyate
Okarone ami olpo aghate 
hocchi ovimani

Kancha mithe alo alo ki jani tar
Boro ogochalo katche din amar
Beje othe mon piano guitar
Halka ghum parani
326404665953066090

TRENDING NOW

326404665953066090