Valobashla Morena Lyrics

Valobasa Morena Lyrics by Imran and Baby Naznin

  • Song: Valobasa Morena
  • Lyrics and Tune : Kabir Bakul
  • Singer: Imran and Baby Naznin
  • Music: Sayed Sujan
  • Cast : Pritam Khan and Jarin
  • DOP: Sheul Babu
  • Direction : Solit Zakir
  • Label : Soundtek

Valobasha morena song is sung by imran and Baby Naznin . Valobasa morena lyrics written by Kabir Bakul. Music by Sayed sujan.

Valobasa Morena Lyrics in Bengali :


ভালোবাসা মরেনা মরে যায় জীবন
আমিতো মরেছি ভালোবাসাতে 
ভালোবাসা মরেনা মরে যায় জীবন
আমিতো মরেছি ভালোবাসাতে
আমার এই মরনের জানি তুমি কারন
শুধু পারো তুমি এ জীবন বাঁচাতে

ভালোবাসা মরেনা মরে যায় জীবন
আমিতো মরেছি ভালোবাসাতে
আমার এই মরনের জানি তুমি কারন
শুধু পারো তুমি এ জীবন বাঁচাতে 

গল্প হয়ে কল্পনাতে ছায়া হয়ে 
থাকো আমার সাথে 
ও হন্যে হয়ে তোমায় খুঁজি 
ভাল্লাগেনা কিছু যখন বুঝি

চিঠি পড়ে পড়ে ঘুমে হারাই কখন
হাত বাড়ালেই আমাকে সারাক্ষণ
কথা বলবো দুজন প্রেমেরই ভাষাতে
ভালোবাসা মরেনা মরে যায় জীবন
আমিতো মরেছি ভালোবাসাতে

তুমিই আছো তুমিই রবে
প্রতি সেকেন্ড প্রতি অনুভবে
রাত্রি নামে চাঁদের খামে
মন চিঠি লিখে তোমার নামে
চোখে স্বপ্ন আসে মায়াবী আশাতে

ভালোবাসা মরেনা মরে যায় জীবন
আমিতো মরেছি ভালোবাসাতে
আমার এই মরনের জানি তুমি কারন
শুধু পারো তুমি এ জীবন বাঁচাতে ।  

ভালোবাসা মরেনা লিরিক্স :


Valobasha morena more jay jibon
Amito morechi valobashate
Valobasha morena more jai jibon
Amito morechi valobashate
Amar ei moroner janu tumi karon
Sudhu paro tumi e jibon banchate

Valobasha morena more jai jibon
Amito morechi valobashate
Amar ei moroner janu tumi karon
Sudhu paro tumi e jibon banchate
326404665953066090

TRENDING NOW

326404665953066090