Song: Bangladesher Meye
Vocal, Music, Lyrics: Anupam Roy
Cast: Anupam Roy, Masuma Rahman Nabila
Label: eTunes Entertainment
Bangladesher Meye song is sung, composed & written by Anupam Roy. Bangladesher Meye Song Lyrics. Bangladesher Meye Song. Bangladesher Meye Lyrics Anupam Roy.
বাংলাদেশের মেয়ে গানটি গেয়েছেন অনুপম রায়। গানটির সুরকারও হলেন তিনি। বাংলাদেশের মেয়ে গানের কথা।
ওগো বাংলাদেশের মেয়ে
তুমি অনেক কথায় বললে আমায়
আমার দিকে চেয়ে
ভালোবেসে আমি ফেলেছি
জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে
তুমি এসেছ আমার ঘরে
তুমি থাকতে আসোনি
জানি সেটা আমি
ফিরবে একটু পরে
তবু যেটুকু আমি পেয়েছি
তুমি ছড়িয়ে গেছ মনের নানান স্তরে
ওগো বাংলাদেশের মেয়ে
বুকে চেপে ধরে কেঁদেছি অঝোরে
কোথা থেকে এত স্নেহ গড়ায়
কত কী যে ভাবি, সবই হাবিজাবি
বেঁচে থাকা শুধু মায়া বাড়ায়
ভাবিনি এভাবে ছোঁবে
এই শরীরে দৌড়বে
তুমি আবার আসবে কবে
ওগো বাংলাদেশের মেয়ে
মুছে দেব আমি সীমারেখা যত
আমার এ পৃথিবী নিজে সাজাই
নিয়মের তালা ভেঙে দিয়ে আমি
জানি খুঁজে নেব আমি কী চাই
ভাবিনি এভাবে ছোঁবে
এই শরীরে দৌড়বে
তুমি আবার আসবে কবে
ওগো বাংলাদেশের মেয়ে
তুমি অনেক কথায় বললে আমায়
আমার দিকে চেয়ে
ভালোবেসে আমি ফেলেছি
জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে
তুমি এসেছ আমার ঘরে
তুমি থাকতে আসোনি
জানি সেটা আমি
ফিরবে একটু পরে
তবু যেটুকু আমি পেয়েছি
তুমি ছড়িয়ে গেছ মনের নানান স্তরে
ওগো বাংলাদেশের মেয়ে
Ogo Bangladesher Meye
Tumi onek kothay bolle amay
Amar dike cheye
Valobese ami felechi
Janate chaichi lojjar matha kheye
Tumi esecho amar ghore
Tumi thakte asoni
Jani seta ami
Firbe ektu pore
Tobu jetuku ami peyechi
Tumi choriye gecho moner nanan storey
Ogo bangladesh er meye