Dugga Elo Lyrics by Akriti Kakkar
- Song: Dugga Elo
- Composer: Ajay Singha
- Singers: Akriti Kakkar, Debanjali B joshi
- Lyrics: Rajib Chakraborty
- Guitar: Shomu seal
- Dutora, Mandolin : tapas Roy
- Bass Guitar: Akashdeep Gogoi
- Dhak, Khol: Joy Nandy
- Backing Vocal : Dia Roy Chowdhury
- Arranged mixed abd produced by Ajay Singha
- Cast: Priyanka Sarkar, Monami Ghosh, Sandipta Sen, Adrija Roy, Roshni Bhattacharya, Swastika Dutta, Rittika Sen, Antasheela Ghosh, Trina Saha
Dugga Elo Song by Akriti Kakar. Music composed by Ajay Singha. Lyrics written by Rajib Chakraborty. Dugga Elo Lyrics Akriti Kakar.
Dugga Elo Lyrics in Bengali :
শিউলি ফুলের নোলক দেবো
দেবো কাচের চুড়ি
খোঁপায় আমি বেঁধে দেব
হলুদ সোনাঝুরী
নুপুর দেব, ঝুমকো লতার
কলকা পাড়ের শাড়ি
শালুক ফুলের মেঘ মুলুকে
হাওয়ায় টানে গাড়ি
ওও..
কাশফুলের ঐ দুধ সাদা রং
আকাশ বুঝি সাজে
অন্ধকারের রাত পেরিয়ে
আলোয় বাঁশি বাজে
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে..
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো..(×2)
মা যে আমার দশভূজা
আগলে রাখে সব
ধনধান্যে পুষ্পে এবার সাজাবো উৎসব(×2)
হাজার বিপদ ঘনিয়ে এলে
করবো না আর ভয়
সবাই মিলে বলো এবার
দুগ্গা মায়ের জয় ..
সব ভালো হোক
দুহাত পেতে মায়ের কাছে চায়
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গায়..
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে..
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো..(×2)
অঞ্জলী আর সন্ধি পুজো
পঞ্চ প্রদীপ জ্বালো
ত্রি- নয়নি মাগো তুমি
ভুবন জোড়া আলো (×2)
আর যেওনা মাগো তুমি
থাকো সবার ঘরে
অসুখ বিনাশে যেন দুর্গা বস করে
সব ভালো হোক
দু হাত পেতে মায়ের কাছে চায়
আশ্বিনের এই শারদ প্রাতে আনন্দ গান গায় ।
দুগ্গা এলো লিরিক্স - আকৃতি কক্কর :
Shiuli phuler nolok debo
Debo kancher churi
Khopai ami bendhe debo
Holud sonajhuri
Nupur debo, jhumko lotar
Kolka parer sari..