Kababer Haddi Lyrics (কাবাবের হাড্ডি) Protic Hasan | Wedding Song Of The Year
Song: Kababer Haddi (কাবাবের হাড্ডি)
Singer: Protic Hasan
Composition: Pritom Hasan
Lyricist: Pritom & Protic
Cast: Sabnam Faria, Marzuk Russell, Ziaul Haque Polash, Protic Hasan, Pritom Hasan
Kababer Haddi song is sung by Protic Hasan. Music composed by Pritom Hasan. Lyrics written by Pritom & Protic. Kababer Haddi Song Lyrics. Kaber Haddi Song.
কাবাবের হাড্ডি গানটি গেয়েছেন প্রতীক হাসান। গানটির সুরকার হলেন প্রীতম হাসান। কাবাবের হাড্ডি গানের কথা।
ঘোমটা তুমি খোলো যদি
পড়ে যাব প্রেমে
চুম্বকেরই মতো তুমি
আমায় নেবে টেনে
আরে মিয়া বিবি রাজি
তবু কত কোটি বাজি
আর এদিক ওদিক ছোটে
কত আত্মীয় আর কাজিন
হবে কথা, আর কত গুলো
কতজন আসবে রে ভাই
গুনে গুনে বলো
দুনিয়া মোরই থাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা
ও লালা লা লা লা
ও লালা লা লা লা
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা
তোমার আব্বু নাকি ফেরত আসছে
সাইবেরিয়া থেকে
তার ঝাঁঝওলা ঐ গলা শুনলে
আত্মা ওঠে কেঁপে
তোমার আম্মুর মনটা কাচের বোতল
পড়লে যাবে ভেঙে
তাই তার কথাতে এই বিয়েটা
সবাই নিল মেনে
তোমার আমার প্রেমে
সবাই কাবাবের হাড্ডি
তোমার সাথে ভাব আমার
বাকি সবাই কাট্টি
দুনিয়া মোরই থাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা
ও লালা লা লা লা
ও লালা লা লা লা
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা
ও লালা লা লা লা
ও লালা লা লা লা
Tomar abbu naki ferot asche
Siberia theke
Tar jhaj wala oi gola shunle
Atma othe kenpe
Tomar ammur monta kacher botol
Porle jabe bhenge
Tai tar kotha te ei biyeta
Sobai nilo mene
Tomar amar preme
Sobai kababer haddi
Tomar sathe bhab amar
Baki sobai katti
Dunia mori thak, bheste jak
Ami tomar jora
Tumi Chittagong er meye
Ami dhakar pola
O la la la la