Song: Love You Kolkata
Singer: Rupankar Bagchi
Composer & Lyricist: Biswa Roy
Love You Kolkata song is sung by Rupankar Bagchi. Music composed by Biswa Roy. He also wrote the lyrics. Love You Kolkata Song Lyrics. Love You Kolkata Song.
কত যে আছে শহর
আর এক মহানগর
মহান সে কত কিছুতেই
এখানে ভালবাসা,
বাঁচার আলো আশা
পাবে তুমি হাত বাড়ালেই
লাভ ইউ কলকাতা
লাভ ইউ কলকাতা
ভালোবাসি তোমায় আজীবন
চার্ণকের কল্পনায় এ শহর মায়াময়
বিংশ বছরের যুবক, এ শহর মনে হয়
প্রাণে প্রাণ জুড়ে দিতে পারে শুধু এ শহর
বিবেক, রবী, মা টেরেজার এ শহর
এখানে ভালবাসা,
বাঁচার আলো আশা
পাবে তুমি হাত বাড়ালেই
লাভ ইউ কলকাতা
লাভ ইউ কলকাতা
ভালোবাসি তোমায় আজীবন
ইতিহাস বলে দেবে, সংগ্রামী এ শহর
সত্যজিতের সিনেমার এ শহর
প্রাণ বায়ু প্রাণ ভরে দিতে পারে এ শহর
দুর্গাপূজা, ঈদ, বড়দিনের এ শহর
এখানে ভালবাসা,
বাঁচার আলো আশা
পাবে তুমি হাত বাড়ালেই
লাভ ইউ কলকাতা
লাভ ইউ কলকাতা
ভালোবাসি তোমায় আজীবন
Koto je achhe shohor
Aar ek maha nogor
Mohan sey koto kichhutei
Ekhane bhalobasa,
banchar aalo asha
Pabe tumi haat baralei
Love you Kolkata
Love you Kolkata
Bhalobasi tomay ajibon