Meghla Mon Lyrics Subhamita

Meghla Mon Lyrics By Subhamita

  • Song: Meghla Mon
  • Singers: Rupankar Bagchi, Subhamita 
  • Music: Joy Sarkar
  • Lyricist: Arindam Saha

Meghla Mon song is sung by Rupankar Bagchi & Subhamita Banerjee. Music composed by Joy Sarkar. Lyrics written by Arindam Saha. Meghla Mon Song Lyrics. Meghla Mon Lyrics. Meghla Mon Lyrics Subhamita. Meghla Mon Lyrics Rupankar.

মেঘলা মন গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী এবং শুভমিতা। গানটির সুরকার হলেন জয় সরকার। মেঘলা মন গানের কথা।

Meghla Mon Song Lyrics Bengali - Subhamita:


মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন
তোমার কাছে আসা
তোমায় ভালোবাসা
একটু শুধু প্রেম
এই তো জীবন

শিশির ভেজা এই রাত
চাঁদের আলোর সাজ
তুমি যে রূপকথা
কবির কবিতা আজ

মনের ময়ূরী তুমি
সাগর গভীরে তুমি
অতল ভালোবাসা
জলছবি আজ

মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন

ভেসে আসা কোনো মেঘ
হয়তো তোমারই মন
বৃষ্টি হয়ে ঝরে 
মুক্তধারার মতোন

মনের মণিকোঠায়
রাখবো ধরে তোমায়
ফিরে এসো প্রিয়তম
ফল্গু ধারার মতোন

মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন
তোমার কাছে আসা
তোমায় ভালোবাসা
একটু শুধু প্রেম
এই তো জীবন

মেঘলা মন লিরিক্স:


Meghla mon jokhon kande sarakkhon
Brishti hoye jhore mon kemon tokhon
Tomar kachhe asha
Tomay bhalobasa
Ektu shudhu prem
Eitoh jibon

Shishir veja ei raat
Chander aalor saaj
Tumi je rupkotha
Kobir kobita aaj

Moner moyuri tumi
Sagor gobhire tumi
Otol valobasa
Jolchhobi aaj
326404665953066090

TRENDING NOW

326404665953066090