Sei Saptamir Sokal Lyrics (সেই সপ্তমীর সকাল) | Bikramdip Majumder | Debjani
Song: Sei Saptamir Sokal
Singer: Bikramdip Majumder
Lyricist: Bikramdip Majumder
Starring: Debjani Ghosh Taniya, Bikramjit Biswas
Sei Saptamir Sokal song is sung & written by Bikramdip Majumder. Debjani Ghosh Taniya & Bikramjit were seen playing the lead roles. Sei Saptamir Sokal Song Lyrics. Sei Saptamir Sokal Song.
সেই সপ্তমীর সকাল গানটি গেয়েছেন বিক্রমদীপ মজুমদার। সেই সপ্তমীর সকাল গানের কথা।
যদি এই গোধূলি বেলা
ইস্তফা দিয়ে চলে যায়
তবে আর এক সকাল
যেন সুন্দর হয়ে যায়
যদি তোমার সোনামুখে এক
ফোটা হাসি বেয়ে বেয়ে যায়
তবে এই বিশ্ব ভুবন অমলিন
হয়ে যায়...
আমি বুঝিনি কখনো
কেন এই আকাশ মেঘলা
আমি জানতে চাইনি কখনো
আমি হীনে তুমিও কি একলা?
লা লা লা...
তার চোখেরও কাজলে রাঙ্গা রাঙ্গা গালে
আলোকিত এ ভুবন
তার চুলের ওই অ্যারোমায় হাসিরও ফোয়ারায়
সীমানা জুড়ে প্লাবন
সেই সপ্তমীর সকালে
সাতরঙা শাড়িতে
নিবদ্ধ আমার এ চোখ
সহস্র ভিড়েতে নিয়নের আলোতে
খুঁজেছি তোমাকে রোজ
এ শহরে
এ শহরে...
লা লা লা...
চলো ব্রহ্মপূত্র কিনারে
কিংবা চলো গঙ্গারও ধারে
উড়ে গিয়ে সেই বাতাস প্রবাহে
ঠাঁই নেই চলো ছায়ারও নীড়ে
ঐ দেখো সেই নষ্ট জাহাজে
আর কোন প্রাণ ঘরে ফেরে না
আজ তোমার আমারও মিলনে
জাহাজটি বেরঙ্গীন লাগছে না
লা লা লা...
Jodi ei godhuli bela
Istofa diye chole jay
Tobe aar ek sokal
Jeno sundor hoye jay
Jodi tomar sonamukhe ek
Fota hasi beye beye jay
Tobe ei bishwo bhubon
Omolin hoye jay...
Ami bujhini kokhono
Keno ei akash meghla
Ami jante chaini kokhono
Ami hine tumio ki ekla?
La la la...
Tar chokhero kajole ranga ranga gale
Aalokito e bhubon
Tar chuler oi aromay, hasiro foaray
Simana jure plabon
Sei saptamir sokale
Saat ronga saree te
Niboddho amar e chokh