Song - Jiboner Rong
Singer - Lagnajita Chakraborty
Music & Lyrics - Ranajoy Bhattacharjee
Mix & Mastering : Anirban Ganguly
Cast : Srabanti , Abir Chatterjee & others
Jiboner Rong song is sung by Lagnajita Chakraborty. sunlight Jiboner Rong music & lyrics by Ranajoy Bhattacharjee. Sunlight Jiboner Rong Lyrics. Jiboner rong Lyrics. Jiboner rong lyrics sunlight. Cast - Srabanti & Abir Chatterjee & many others . Jiboner rong Lagnajita
আমিও ছিলাম ঘুড়ির মতো উড়ে যেতাম ঠিক
আজও বয়েস আমায় পারেনি ছুঁতে
রঙিন চারিদিক ...
আবার চলো হয়ে যাই ঘুড়ি
নীল শরতের আকাশে উড়ি,
মেঘে ভেসে যেতে আমি পারি
মেঘে ভেসে যেতে আমি পারি ।
বৃষ্টি ভেজা গান
শ্রাবণ রাগের তান,
রামধনু আসমান রঙ হাজারো ।
প্রজাপতির সুখ
ডানা মেলে উন্মুখ
হাওয়ায় পাগল বুক
ছিল আমারও ..
আবার চলো বাঁচি মন খুলে
ইচ্ছে ডানার দুই পাল তুলে
স্বপ্নেতে নিখোঁজ হতে পারি
ভালোবেসে যেতে আমি পারি
রঙে মিশে যেতে আমি পারি ...।
Amio Chilam ghurir moto ure jetam thik
Aajo boyos amay pareni chunte
Rongin charidik
Abar cholo hoye jai ghuri
Nil shoroter akashe uri
Meghe bhese jete ami pari..