Keno Ase Bristi Lyrics (কেন আসে বৃষ্টি) Debolinaa Nandy
Song: Keno Ase Bristi
Singer: Debolinaa Nandy
Music: Jakiruddin Khan
Lyricist: Supam Sarkar
Featuring: Debolinaa Nandy
Keno Ase Bristi Song is sung by Debolinaa Nandy. Music composed by Jakiruddin Khan. Lyrics written by Supam Sarkar. Keno Ase Bristi Lyrics. Keno Ase Bristi Song Lyrics. Keno Ase Brishti Lyrics.
কেন আসে বৃষ্টি গানটি গেয়েছেন দেবলীনা নন্দী। গানটির কথা লিখেছেন সুপম সরকার। কেন আসে বৃষ্টি গানের কথা।
কেনো আসে বৃষ্টি
আজ কি মন খারাপের দিন!
কেন ঘিরে আসে মেঘ
জেনেও আজকে খুশির দিন!
তোমার সামনে আমি
আমার আয়নায় ঋণ
শোধেও সুদ হয়রানি
কাঁচে আতসে দূরবীন
হুমম...
কেন আসে বৃষ্টি
আজ কি মন খারাপের দিন...
পথিক আমার ছদ্মনাম ফেলছে দীর্ঘশ্বাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ
তোমার কোল আমার হলে
পরস্পরের ঘ্রাণ
কপালের রেখা রুমালের ঘাম
তাই আসে বৃষ্টি, আজকে বয়স ভাঙার দিন
আগুন আঁচে জলের ছিটে
কাগজ পোড়ার দিন
হুম...
Keno Ase Bristi
Aaj ki kon kharaper din
Keno ghire ase megh
Jeneo aajke khusir din
Tomar samne ami
Amar aaynai wrin
Shodheo sood hoyrani
Kanche aatoshe durbin