Mayer Payer Joba Hoye Lyrics (মায়ের পায়ের জবা) Kumar Sanu | Shyama Sangeet
Song: Mayer Payer Joba hoye
Singer: Kumar Sanu
Album: Sokoli Tomari Ichchha
Music: Traditional
Lyricist: Dwijen Chowdhury
Mayer Payer Joba hoye song is sung by Kumar Sanu. Lyrics written by Dwijen Chowdhury. Mayer Payer Joba Song. Mayer Paye Joba hoye is a Shyama Sangeet. Mayer Payer Joba Song Lyrics. Mayer Payer Joba Lyrics. Amar mayer payer joba lyrics. Mayer Payer Joba Bangla Gaan. Amar mayer payer joba by Kumar Sanu. Mayer Payer Joba hoye song lyrics. Lyrics of mayer payer joba hoye. Maayer Payer Joba Lyrics.
মায়ের পায়ের জবা গানটি গেয়েছেন কুমার শানু। গানটির কথা লিখেছেন দ্বীজেন চৌধুরী। মায়ের পায়ের জবা গানের কথা। মায়ের পায়ের জবা হয়ে গানের কথা।
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
জানি জুঁই মালতী হায়
কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে
নিজেরে বিলায়
ওরে তোর মতো যে নেইকো তাদের
মায়েপোয়ে আলাপন
তোর মতো যে
ও মন তোর মতো যে নেইকো তাদের
মায়েপোয়ে আলাপন
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে
হই বুঝিবা ক্ষয়
ওরে যেন ভুলিস না
তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালো রূপে
ঘুচায় কালিমা
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায়ে করি আত্মসমর্পণ
তাই বলি আয়
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায়ে করি আত্মসমর্পণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
Mayer payer joba hoye
Othna fute mon
Amar mayer payer joba hoye
Uthna fute mon
Tar gondho na thak
Ja ache se noyre bhuyo aboron
Gondho na thak
O Tar gondho na thak
Ja ache se noyre bhuyo aboron
Mayer Payer Joba hoye
Othna phute mon
Amar maayer paayer joba hoye
Othna phute mon