Song : Obujh Mon
Singer : Romeo Sourav
Lead Role : Pritam Holme Chowdhury , Zeffar & Hcritam
Music Composer : Rythmic sujit
Lyrics : Arif Mondal
Cinematography : Nikhilesh Sardar
Edit, colour , Texture : Hcritam
Obujh Mon song is sung by Romeo Sourav. Lead role: Pritam Holme Chowdhury, Zeffar, Hcritam,
. Lyrics was written by Arif Mondal. Obujh mon zeffar. Obujh mon pritam. Obujh mon pritam zeffar. Obujh mon lyrics .
আমার হৃদয় ভাঙ্গা টুকরো দিয়ে বাঁধলি নিজের ঘর
তুই অন্য কারোর হাতটি ধরে আমায় করলি পর
ভাঙ্গা মনে তোকে যে আর কত যে ডাকি
ভাঙ্গা মনে তোকে যে আর কত যে ডাকি
ছল চাতুরী ভালোবাসায় দিলি যে ফাঁকি
ওরে ওরে অবুঝ মন তুই আমার কথা শোন
আমি হারিয়ে গেলে বুঝবিরে তুই কে ছিল আপন
ওরে ওরে অবুঝ মন তুই হাসবি কতক্ষন ?
আমি হারিয়ে গেলে বুঝবিরে তুই কে ছিল আপন
আমার স্বপ্ন ভাঙ্গা হৃদয়খানা ক্লান্ত দিনের শেষে
উপহারে কষ্ট পেলাম শুধুই ভালোবেসে
আমার স্বপ্ন ভাঙ্গা হৃদয়খানা ক্লান্ত দিনের শেষে
উপহারে কষ্ট পেলাম শুধুই ভালোবেসে
তোর মনের পিঞ্জিরায় আমার জায়গা যে আর নাই
মনের পিঞ্জিরায় আমার জায়গা যে আর নাই
তোর ভালোবাসা সত্যিকারে ছিল অভিনয়
ওরে ওরে অবুঝ মন তুই আমার কথা শোন
আমি হারিয়ে গেলে বুঝবিরে তুই কে ছিল আপন
ওরে ওরে অবুঝ মন তুই হাসবি কতক্ষণ ?
আমি হারিয়ে গেলে বুঝবিরে তুই কে ছিল আপন
আমি হঠাৎ যেদিন হারিয়ে যাবো আসবো না আর ফিরে
সবাই তখন কাঁদবে আমার লাশটা ঘিরে
তুই দূর থেকে তাকাস ওই নীল রঙের আকাশ
দূর থেকে তাকাস ওই নীল রঙের আকাশ
কাছে গিয়ে দেখিসনারে আমার মরা লাশ
Amar Hridoy vanga tukro diye
Bandhli nijet ghor
Tui onno karor haat ti dhore amay korli por
Ore ore obujh mon tui amar kotha son
Ami hariye gele bujhbire ke chilo apon