Song: Ondho Hoye Jaao (অন্ধ হয়ে যাও)
Singer: Ishan Mitra
Webseries: Charitraheen 3
Music: Amit-Ishan
Lyricist: Debaloy Bhattacharya
Cast: Swastika Mukherjee, Sourav Das, Naina
Ondho Hoye Jaao song is from the Bengali web series "Charitraheen 3". This song is sung by Ishan Mitra. Lyrics written by Debaloy Bhattacharya. Ondho Hoye Jaao Song Lyrics. Ondho Hoye Jao Lyrics. Ondho Hoye Jaao Song Lyrics From Charitraheen 3.
অন্ধ হয়ে যাও গানটি গেয়েছেন ইশান মিত্র। গানটি "চরিত্রহীন ৩" ওয়েবসিরিজে ব্যবহার করা হয়েছে। অন্ধ হয়ে যাও গানের কথা।
কেন যে আছো আলোর দিকে
আলো হয়ে আছে ভীষণ ফিকে
ভেসে যাবে যত বেহায়া বিকেল
গল্প করে নাও
হয়তো জানে না, কোন সে বাতাসে
ভেসে যাবে যত পালকও আকাশে
কেউ তো জানে না, কোন ইতিহাসে
আগেও এসেছে বিকেল
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও
আমি কষ্টের কাছে আনাচে কানাচে ঘুরবো অছিলায়
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও
শ্মশানে মশানে যত মহা স্নানে
ফসিলের দেশে সময় থামে
গির্জা রাতে কফিনের সাথে
সঙ্গ করেছি কার ?
আজ ভেসে ওঠে মৃত জাল
তুমি মুগ্ধ হতে চাও
তুমি ক্রবাদুর গান গাও
আমি চিহ্ন খুঁজে যাই
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও
আমি কষ্টের কাছে আনাচে কানাচে ঘুরবো অছিলায়
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও
Keno je achho aalor dike
Aalo hoye achhe bhison phike
Bhese jabe joto behaya bikel
Golpo kore nao
Hoyto janena kon sey batase
Bhese jabe joto palok o akashe
Kew to jane na kon etihase
Ageo esechhe bikel
Tumi ondho hoye jaao
Amay gondhe chine nao
Ami koshter kachhe anache kanache ghurbo ochhilay