Pakhira Bujhi Maine Pay Lyrics

Pakhira Bujhi Maine Pay Poem Lyrics

Song/poem: Pakhira Bujhi Maine Pay (পাখিরা বুঝি মাইনে পায়)
Movie: Kedara
Writer: Srijato
Music: Indraadip Dasgupta
Recitation by: Anirban Bhattacharya

Pakhira Bujhi Maine Pay Poem is written by Srijato. This poem is recited by Anirban Bhattacharya. Music composed by Indraadip Dasgupta. This poem was used in the movie "Kedara". Pakhira Bujhi Maine Pai Poem. Pakhira Bujhi Maine Pay Poem. Pakhira Bujhi Maine Pay Lyrics By Anirban Bhattacharya.

"পাখিরা বুঝি মাইনে পায়" কবিতাটি লিখেছেন শ্রীজাত। কবিতাটি আবৃত্তিতে কন্ঠ দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পাখিরা বুঝি মাইনে পায় কবিতা।

Pakhira Bujhi Maine Pay Lyrics in Bengali:


পাখিরা বুঝি মাইনে পায়?
মেঘেরা বুঝি অফিস যায় রোজ?
হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো?
নদীরা বুঝি চুক্তি হলে, তবেই করে সমুদ্রের খোঁজ?
ঝর্ণা বুঝি বিকোয় কখনো?

দূরের দেশে শব্দ হয়
শব্দ ভেসে আসে
মুদ্রাহীন, সেই রঙিন...শব্দ ভেসে আসে

যেমন পাখি, যেমন নদী
যেমন মেঘ, সমুদ্র, হাওয়া
তেমনি কিছু মানুষ জানে
তাদের ডাক, শব্দ করে চাওয়া
মুদ্রাহীন, সেই রঙিন...শব্দ ভেসে আসে

পাখিরা বুঝি মাইনে পায়:


Pakhira Bujhi Maine Pai
Meghera bujhi office jai roj
Hawar bujhi byabsa ache kono
Nodira bujhi chukti holey, tobei kore somudro khonj
Jhorna bujhi bikoy kokhono

Durer deshe shobdo hoy
Shobdo vese asey
Mudrahin, sei rongin...shobdo bhese asey

Jemon pakhi, jemon nodi
Jemon megh, somudro, hawa
Temoni kichu manush jane
Tader daak shobdo kore chawa
Mudrahin sei rongin shobdo bhese asey
326404665953066090

TRENDING NOW

326404665953066090