Shudhu Tomari Jonyo Lyrics (শুধু তোমারই জন্য) Arijit Singh
Song: Sudhu Tomari Jonyo (শুধু তোমারই জন্য)
Movie: Shudhu Tomari Jonyo
Singers: Arijit Singh & Shreya Ghosha
Music: Indraadip Dasgupta
Lyricist: Prasen
Starring: Dev, Srabanti, Mimi, Soham
Shudhu Tomari Jonyo song is sung by Arijit Singh & Shreya Ghoshal. Music composed by Indraadip Dasgupta. Lyrics written by Prasen. Shudhu tomar jonno lyrics. Sudhu tomari jonno lyrics bangla. Sudhu tomari jonno lyrics in Bengali font. Shudhu Tomari Jonyo (Title Track) Lyrics. Sudhu Tomari Jonno Lyrics in Bengali. Shudhu Tomari Jonyo Song Lyrics.
শুধু তোমারই জন্য গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ এবং শ্রেয়া ঘোষাল। গানটির সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটির কথা লিখেছেন প্রসেন। শুধু তোমারই জন্য গানের কথা।
হতে পারি রোদ্দুর
হতে পারি বৃষ্টি
হতে পারি রাস্তা
তোমারই জন্যে
হতে পারি বদনাম
হতে পারি ডাকনাম
হতে পারি সত্যি
তোমারই জন্যে
হতে পারি গল্প
তুমি কাছে টানলে
হতে পারি জানলা
এ হাওয়াও তোমার কারণে
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে...
কথা দিল রোদ্দুর
কথা দিল বৃষ্টি
কথা দিল রাস্তা
তোমারই জন্যে
খেলাধুলো সংসার
আসা যাওয়া বারবার
রাজি হল ইচ্ছে
তোমারই জন্যে
হতে পারি গল্প
তুমি কাছে টানলে
হতে পারি জানলা
এ হাওয়াও তোমার কারণে
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে...
Hote pari roddur
Hote pari brishti
Hote pari rasta
Tomari jonyo
Hote pari bodnam
Hote pari daknam
Hote pari sottyi
Tomari jonye
Hote pari golpo
Tumi kachhe tanle
Hote pari janla
E hawa o tomar karone
Shudhu tumi chao jodi
Sajabo abar nodi
Esechhi hazar barone
Sudhu tomari jonno
Shudhu tomari jonno