Song: Ek Pa Du Pa (এক পা, দু'পা)
Singer: Rupak Tiary
Music: Rupak Tiary
Lyrics: Jayanta Biswas
Cast: Rupak Tiary, Papiya Pal
Ek Pa Du Pa Song is sung & composed by Rupak Tiary. Lyrics written by Jayanta Biswas. Ek Pa Du Pa Lyrics. Ek Pa Du Pa Song Lyrics By Rupak Tiary.
এক পা দু'পা গানটি গেয়েছেন রূপক তিওয়ারি। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। গানটির কথা লিখেছেন জয়ন্ত বিশ্বাস। এক পা দু'পা গানের কথা।
এক পা দু'পা করে তোমার সাথেই চলি
হাজার হাজার ভিড়েও শুধু তোমার কথায় বলি
আমিও শুধু আজ থাকতে চাই
তোমার গল্প কথায়
আমিও শুধু আজ চলতে চাই
তোমার চোখের তারায়
কিছুটা গোপনে সংগোপনে
তোমার কাছেই ছুটে আসি
আলোর দেশে তুমি আলোকবর্ষ বুঝি
আমিও শুধু আজ থাকতে চাই
তোমার গল্প কথায়
আমিও শুধু আজ চলতে চাই
তোমার চোখের তারায়
Ek pa du pa kore tomar sathei choli
Hajar hajar bhireo shudhu tomar kothay boli
Amio shudhu aaj thakte chai
Tomar golpo kothay
Amio shudhu aaj cholte chai
Tomar chokher taray