Song: Hok Na Magic (হোক না ম্যাজিক)
Movie: Magic
Singer: Anupam Roy
Music: Dabbu
Lyrics: Raja Chanda
Cast: Ankush Hazra, Oindrila Sen, Paayel Sarkar, Debshankar Halder, Bidipta Chakraborty
Music Label: Surinder Films
Hok Na Magic song is sung by Anupam Roy. This song is from the Bengali movie "Magic". Music composed by Dabbu. Lyrics written by Raja Chanda. Hok Na Magic Song Lyrics. Hok Na Magic Lyrics Anupam Roy.
হোক না ম্যাজিক গানটি হল ম্যাজিক সিনেমার গান। গানটি গেয়েছেন অনুপম রায়। গানটির সুরকার হলেন ডাব্বু। গানটির কথা লিখেছেন রাজা চন্দ। হোক না ম্যাজিক গানের কথা।
একটা ছুটি দিচ্ছে এনে ঘর
ছুটোছুটির শেষ হল এইবার
ছুটতে ছুটতে হাঁপ ধরেছে পায়ে
ঘড়ির কাঁটায় সময় অন্তঃসার
ছুটতে ছুটতে বাস রাস্তার মোড়
হ্যান্ডেলে হাত ধরতেই হবে ঠিক
মনমরা মন মরিয়া হয়ে বলে
হয়ে যাবে আজ আরেকটা ম্যাজিক
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ
হোক না ম্যাজিক, আবার শুরু হোক
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ
হোক না ম্যাজিক, আবার শুরু হোক
মুখোমুখি ডাকা ইশারায়
ধুলোমাখা চৌরাস্তায়
দেখা, না দেখার ভিড়ে
বালি ঘর নোনা দেওয়ালে
ছিঁড়ে যাওয়া স্বপ্ন জালে
রয়েছো এ বুক জুড়ে
হাঁটতে হাঁটতে মেঘলা হল মন
জল কুয়াশায় ভরেছে চারিদিক
এক জাদুকর বলবে জ্বেলে আলো
হয়ে যাক আজ আরেকটা ম্যাজিক
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ
হোক না ম্যাজিক, আবার শুরু হোক
Ekta chhuti dicchhe eney ghawr
Chhuto chhutir shesh holo eibar
Chhutte chhutte hanp dhorechhe paaye
Ghorir kantay somoy ontosar
Chhut te chhut te bus rastar more
Handle e haat dhortei hobe thik
Monmora mon moriya hoye bole
Hoye jabe aaj arekta magic
Haat baralei porbe dhora chokh
Hok na magic abar shuru hok