Song: Jawl Phoring 2.0
Movie: Prem Tame
Vocal, Music, Lyrics: Anupam Roy
Cast: Soumya, Susmita, Sweta
Jawl Phoring 2.0 song is from the movie Prem Tame. This song is sung, composed & written by Anupam Roy. Jawl Phoring New Song Lyrics. Jawl Phoring Lyrics From Prem Tame. Jawl Phoring 2 Lyrics. Jawl Phoring Song Lyrics From Prem Tame.
জলফড়িং ২.০ গানটি হল প্রেম টেম সিনেমার গান। গানটি গেয়েছেন অনুপম রায়। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন এবং গানের কথা লিখেছেন। জলফড়িং গানের কথা।
তুই চিরদিন
তোর দরজা খুলে থাকিস
অবাধ আনাগোনার
হিসেব কেন রাখিস
সাক্ষাৎ আলাদিন
তোর প্রদীপ ভরা জ্বীনে
কেন খুঁজতে যাস আমায়
সাজানো ম্যাগাজিনে
কোন বালিশে ঘুম
কোন দেওয়ালে মশারী
কোন ফেনায় কম সাবান
কোন ছুরিতে তরকারী
যাচ্ছে চলে যাক
তবু ময়লা পেল কলার
আলতো রাখছে হাত
হয়তো অন্য কথা বলার
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
ভেজা রেলগাড়ি
হয়তো সবুজ ছুঁয়ে ফেলে
আর সারাটা পথ
ভীষন খামখেয়ালে চলে
তারপর পেরোয় মেঘ
আর তারায় ভরা স্টেশন
একটু থামতে চায়
প্রেমিকের ইন্সপিরেশন
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং...
Tui chirodin tor dorja khule thakis
Obadh anagonar hiseb keno rakhis
Sakhyat aaladin tor prodip bhora jwine
Keno khunjte jas amay sajano magazine e
Kon balishe ghum, kon dewale moshari
Kon fenai kom saban, kon chhurite torkari
Jacchhe chole jak tobu moyla pelo collar
Aalto rakhchhe haat, hoyto onno kawtha bolar
Tor e sokal ghum venge ditey pari
Tor e bikel ghum chhire dite pari
Toke aalor aalpin dite pari
Toke bosonter din ditey pari
Amake khuje de jawl phoring