Muthor Bhetor Tumi Nei Lyrics (মুঠোর ভেতর তুমি নেই) Mahtim Shakib | Amar Tumi Natok
Song: Muthor Bhetor Tumi Nei (মুঠোর ভেতর তুমি নেই)
Singer: Mahtim Shakib
Natok/Drama: Amar Tumi
Music: Ahmmed Humayun
Lyricist: Shomeshwar Oli
Cast: Ziaul Faruque, Apurba, Tasnia Farin
Label: Soundtek
Muthor Bhetor Tumi Nei song is sung by Mahtim Shakib. This song is from the Bengali drama "Amar Tumi". Music composed by Ahmmed Humayun. Lyrics written by Shomeshwar Oli. Muthor Bhetor Tumi Nei Song Lyrics. Kopale chilo na tomar nam lyrics. Muhtor Bhitor Tumi Nei Lyrics. Muthor vitor tumi nei lyrics. Muthor Bhetor Tumi Nei Lyrics By Mahtim Shakib.
মুঠোর ভেতর তুমি নেই গানটি হল বাংলা নাটক "আমার তুমি" এর গান। গানটি গেয়েছেন মাহতিম শাকিব। গানটির সুরকার হলেন আহমেদ হুমায়ুন। গানটির কথা লিখেছেন শোমেশ্বর অলি। মুঠোর ভেতর তুমি নেই গানের কথা।
কপালে ছিলো না তোমার নাম
তবু তোমার প্রেমেতেই পড়লাম
আর কি কোনো মানুষ ছিল না
আমি কেন তোমার হতে গেলাম
হারতে হবে জেনেও আমি
ছাড়তে হবে জেনেও আমি
তোমায় বাজি ধরলাম
আমি হাতের মুঠো খুলে দেখি
মুঠোর ভেতর তুমি নেই
তারা ভরা আকাশ আছে
পায়ের তলায় ভূমি নেই
গল্পে গল্পে যায় যে বেলা
অল্পে বাড়ে অবহেলা
এই কি বলো তব খেলা
এই তুমি কি তুমি সেই
আমি হাতের মুঠো খুলে দেখি
মুঠোর ভেতর তুমি নেই
তারা ভরা আকাশ আছে
পায়ের তলায় ভূমি নেই
স্বপ্নে স্বপ্নে যাও যে ডেকে
প্রশ্নে জড়াও দূর থেকে
যায় না চেনা হাসি দেখে
এই তুমি কি তুমি সেই
Kopale Chilo Na Tomar Naam
Tobu tomar preme tei porlam
Aar ki kono manush chilo na
Ami keno tomar hote gelam
Harte hobe jeneo ami
Charte hobe jeneo ami
Tomay baji dhorlam
Ami haater mutho khule dekhi
Muthor bhetor tumi nei
Tara bhora akash ache
Paayer tolay bhumi nei