Takey Olpo Kachhe Dakchi Lyrics

Takey Olpo Kachhe Dakchi Lyrics

Song: Takey Olpo Kachhe Dakchi (তাকে অল্প কাছে ডাকছি)
Movie: Prem Tame
Singer: Mahtim Shakib
Music & Lyrics: Shibabrata Biswas
Starring: Soumya, Susmita

Takey Olpo Kachhe Dakchi song is from the movie "Prem Tame". This song is sung by Mahtim Shakib. Music composed by Shibabrata Biswas. He also wrote the lyrics. Takey Olpo Kachhe Dakchi Song Lyrics. Takey Olpo Kache Dakchi Lyrics. Takey Olpo Kache Dakchi Song Lyrics. Take Olpo Kache Dakchi Lyrics.

তাকে অল্প কাছে ডাকছি গানটি হল "প্রেম টেম" সিনেমার গান। গানটি গেয়েছেন মাহতিম শাকিব। গানটির সুরকার হলেন শীবব্রত বিশ্বাস। তাকে অল্প কাছে ডাকছি গানের কথা।

Takey Olpo Kachhe Dakchi Song Lyrics in Bengali:


তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার

অভিমান পিছু নাও
তাকে পিছু ফেরাও
তার কানে না যায় পিছু ডাক
আমার মুখ বুজেই তাকে ডাকছি আবার

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার

ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই
ভেজা মন, বলি শোন
রাতভোর জাগতে নেই

মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার
তাকে ছুঁয়েই স্বপ্ন বুনছি আবার

তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি
তবু মুঠো আলগা রাখছি আবার

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার

তাকে অল্প কাছে ডাকছি লিরিক্স:


Takey olpo kachhe dakchi
Aar agle agle rakhchi
Tobu olpei harachhi abar

Takey chhobo chhobo vabchi
Aar chhuyei palachhi
Pher takei chhunte jachhi abar
326404665953066090

TRENDING NOW

326404665953066090