Tomar e toh kachhe Lyrics

Tomar E Toh Kachhe Lyrics

Song: Tomari Toh Kachhe (তোমারই তো কাছে)
Movie: Prem Tame
Singer: Anindya Chattopadhyay
Music & Lyrics: Prasen
Cast: Soumya, Susmita, Sweta

Tomar E Toh Kachhe song is from the movie "Prem Tame". This song is sung by Anindya Chattopadhyay. Music composed by Prasen. He also wrote the lyrics. Tomar E Toh Kachhe Song Lyrics. Tomari Toh Kache Lyrics. Tomari to kachhe lyrics. Tomari to kache song lyrics.

তোমারই তো কাছে গানটি হল "প্রেম টেম" সিনেমার গান। গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটির সুরকার হলেন প্রসেন। তিনি নিজেই গানটির কথা লিখেছেন। তোমারই তো কাছে গানের কথা

Tomar E Toh Kachhe Song Lyrics in Bengali:


তোমারই তো কাছে
মোর বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন
কেন হায়

বলতে না পেরে
ব্যথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেল লাইনে, রাস্তায়

ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো

জেনে বুঝে নিয়ে
ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে হাসিদের
মাঝে মাঝে তাই

তোমারই তো নামে
কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন
কেন হায়

ঘাসেদের মতো
জোনাকি শরীরে
জ্বালিয়ে নিয়েছি যেন
মন কেমনের অবেলায়

তোমারই তো কাছে লিরিক্স:


Tomar e toh kachhe
More beche ache
Anache kanache boba mon
Keno haaye

Bolte na pere
Byathader kole
Ghumiye porechi jeno rail line a, rastay

Thik tokhoni bujhechi
Tomake khujechi
Norom norom pasher balisher moto
326404665953066090

TRENDING NOW

326404665953066090