Valobasay Thakis Valobese Rakhis Lyrics (ভালোবাসখয় থাকিস ভালোবেসে রাখিস) Ariyoshi Synthia
Song: Valobasay Thakis Valobese Rakhis
Singer: Ariyoshi Synthia
Music: Apu Debnath
Lyrics & Composer: Ariyoshi Synthia
Starring: Ariyoshi, Shibu, Sudipa
Valobasay Thakis Valobese Rakhis song is sung & composed by Ariyoshi Synthia. She also wrote the lyrics. Valobasay Thakis Valobese Rakhis Song Lyrics.
ভালোবাসায় থাকিস ভালোবেসে রাখিস গানটি গেয়েছেন আরিওসি সিনথিয়া। ভালোবাসায় থাকিস ভালোবেসে রাখিস গানের কথা।
কেন নিজের চেয়ে রাখিস তুই
আমার খেয়াল
কানে কানে তোকে বলছি ভালোবাসি
তবু শুনছে চার দেওয়াল
শুধু চাইবো এভাবে
তোকে বলতে বারে বার
শুধু চাইবো এভাবে
তোকে বলতে বারে বার
ভালোবাসায় থাকিস
ভালোবেসে রাখিস
তোর ছোট্ট মনে আমার নাম
লিখে তুই রাখিস
কত মিষ্টি তুই
খুব দুষ্টু তুই
সব আবদারের
ভাগীদার তুই
কত মিষ্টি তুই
খুব দুষ্টু তুই
তোর গলার স্বর না পেলে
দিনটা বেকার
মন খারাপের সাথে সাথে
চকলেটের পাহাড়
Keno nijer cheye rakhis tui
Amar kheyal
Kane kane toke bolchi vslobasi
Tobu shunche char dewal
Shudhu chaibo ebhabe
Toke bolte bare bar
Valobasay Thakis
Valobese rakhis
Tor chhotto mone amar naam
Likhe tui rakhis