A Badhon Jabena Chire Lyrics (এ বাঁধন যাবে না ছিঁড়ে) Imran Mahmudul | Nusraat Faria
Song: A Badhon Jabena Chire
Singers: Imran Mahmudul & Nusraat Faria Mazhar
Tune & Music: Imran Mahmudul
Lyricist: Snahashish Ghosh
Copyright: Impress Telefilm Limited
A Badhon Jabena Chire song is sung by Imran Mahmudul & Nusraat Faria. Music composed by Imran Mahmudul. Lyrics written by Snahashish Ghosh. A Badhon Jabena Chire Song Lyrics. A Badhon Jabena Chire Lyrics By Imran Mahmudul. A badhon jabe na chire lyrics.
এ বাঁধন যাবে না ছিঁড়ে গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও নুসরাত ফারিয়া মাজহার। গানটির সুরকার হলেন ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এ বাঁধন যাবে না ছিঁড়ে গানের কথা।
এই মন কিছুই চাই না
শুধু তুই হলেই চলে
নাম লিখিয়েছি বুঝি
আমি তোর ঐ কপালে
ধরে মন শুধু বায়না
তোকে দেখবে যে বলে
মন আর কিছুই চাই না
শুধু তুই হলেই চলে
দুজনে ডুবে আছি
দুজনেরই মন গভীরে
যে বাঁধন বেঁধেছি তা
কখনো যাবে না ছিঁড়ে
মনে প্রাণে থাকি
সারাক্ষণই সুখে
যদি আমি দেখি
তোকে হাসি মুখে
নেমে আসে স্বর্গ
তোকে কাছে পেলে
কেঁপে ওঠে এই বুক
কভু দূরে গেলে
সাক্ষী ঐ চন্দ্র তারা
হবো খুব দিশেহারা
যদি এই পৃথিবীতে থাকি হায়
তোকে ছাড়া
দুজনে ডুবে আছি
দুজনেরই মন গভীরে
যে বাঁধন বেঁধেছি তা
কখনো যাবে না ছিঁড়ে
তোকে ছুঁয়ে আমি
বলে দিয়ে গেলাম
আমার আমি টা কে
তোকে লিখে দিলাম
আজ থেকে আমি
যতটা না নিজের
তারও বেশি হলাম
তোর ঐ হৃদয়ের
তোকে খুব ভালবাসি
ছুটে তাই কাছে আসি
দুজনে রবো দুজন
এভাবেই বারোমাসই
দুজনে ডুবে আছি
দুজনেরই মন গভীরে
যে বাঁধন বেঁধেছি তা
কখনো যাবে না ছিঁড়ে
Ei mon kichui chai na
Shudhu tui holei chole
Naam likhiyechi bujhi
Ami tor oi kopale
Dhore mon shudhu bayna
Toke dekhbe je bole
Mon aar kichui chai na
Shudhu tui holei chole
Dujone dube achi
Dujoneri mon gobhire
Je badhon bedhechi ta
Kokhono jabena chire