Bhalo Lage Tomake Lyrics (ভালো লাগে তোমাকে) Arijit Singh | Anwesshaa | Tomake Chai
Song: Bhalo Lage Tomake
Film: Tomake Chai
Singer: Arijit Singh, Anwesshaa
Composer: Indraadip Dasgupta
Lyrics: Prasen
Cast: Bonny Sengupta, Koushani Mukherjee
Bhalo Lage Tomake Song has been sung by Arijit Singh & Anwesshaa. This song is from the movie Tomake Chai. Music composed by Indraadip Dasgupta. Lyrics written by Prasen. Bhalo Lage Tomake Song Lyrics. Bhalolaage Tomake Lyrics. Bhalo Lage Tomake Arijit Singh Lyrics. Valo Lage Tomake Lyrics Bangla. Valo lage tomake song lyrics.
ভালো লাগে তোমাকে গানটি হল "তোমাকে চাই" সিনেমার গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও অন্বেষা। গানটির সুরকার ও কথাকার হলেন যথাক্রমে ইন্দ্রদীপ দাশগুপ্ত ও প্রসেন। ভালো লাগে তোমাকে গানের কথা।
ভাল লাগে তোমাকে
কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও
কাছাকাছি এলে
অন্য তখন চোখের ধরণ
অন্যরকম পায়ের চলন
তুমি আশেপাশে ছায়া হয়ে
মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে
আমায় বাঁচালে
তুমি একলা রাতে একটা চিঠি
আমায় পাঠালে
ভাল লাগে তোমাকে
কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও
কাছাকাছি এলে
তোমার হাসি হাতছানি দাও
হারিয়ে যাব আমি তোমার ভিড়ে
তোমার ঘুমে পর্দা সরাও
বৃষ্টি হব আমি জানলা পাড়ে
তুমি আশেপাশে ছায়া হয়ে
মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে
আমায় বাঁচালে
তুমি একলা রাতে একটা চিঠি
আমায় পাঠালে
ভাল লাগে তোমাকে
কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও
কাছাকাছি এলে
তোমায় নিয়ে ব্যস্ত যখন
অন্য কিছু আমি শুনতে না পাই
তোমার হাতে বাঁচন মরন
আমার পাশে শুধু তোমাকে চাই
Bhalo lage tomake
Kachakachi pele
Valobasi tumio
Kacha kachi eley
Onnyo tokhon chokher dhoron
Onnyo rokom paayer cholon
Tumi ashe pashe chaya hoye
Mayay jorale
Tumi ek nimeshe valobeshe
Amay banchale
Tumi ekla raate ekta chithi
Amay pathale