Song: Ekdin
Singer: Tahsan Khan
Lyrics & Tune: Tahsan Khan
Cast: Tahsan & Areej
Label: Cd Choice
Ekdin Song is sung, composed & written by Tahsan Khan. Ekdin Song Lyrics. Ekdin Song By Tahsan Lyrics. Ekdin Lyrics Tahsan. Tahsan New Song Ekdin Lyrics.
একদিন গানটি হল তাহসানের গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন এবং গানের কথা লিখেছেন। একদিন গানের কথা।
একদিন তুমি আমার হবে
সেইদিন আর স্বপ্ন দেখব না
একদিন আমি তোমার হব
সেইদিন আর কষ্ট থাকবে না
একদিন ঐ ছাদ খোলা গাড়িতে
তোমার পাশে বসে
অচেনা কোন শহরে পথ হারাব
একদিন ঐ জলপ্রপাতে
তুমি আমার কোলে
চোখে চোখ রেখে হারিয়ে যাব
বড্ড খোলা আসনে
একদিন ঐ বরফ হিম ভয়ে
গুটিসুটি হয়ে
একই চাদরে দুজন মনে
প্রেমের সিংহাসনে
একদিন তুমি আমার হবে
সেইদিন আর স্বপ্ন দেখব না
একদিন আমি তোমার হব
সেইদিন আর কষ্ট থাকবে না
একদিন যত সুপ্ত বাসনা
তোমার কানে কানে
নিঃসংকোচে দুষ্টু কল্পনা
থাকবে না অগোচরে
একদিন ওই শান্ত সৈকতে
সূর্য ডুবে গেলে
গান শোনাব সেই লাজুক বেড়ালটাকে
নাচবে সে আনমনে
একদিন আর স্বপ্ন দেখব না
তুমি আমার কাছে
সেই একদিন একটু একটু করে
আমার কাছে আসে
Ekdin tumi amar hobe
Seidin ar swopno dekhbo na
Ekdin ami tomar hobo
Seidin ar koshto thakbe na
Ekdin oi chhad khola garite
Tomar pashe bose
Ochena kon shohore poth harabo