Prem Jeno Purno Holo song is sung by Rupak Tiary & Trishna Sharma. This song is a Saraswati Puja special song. Saraswati Puja is often regarded as the "Valentine's Day of Bengalees". Music composed by Rupak Tiary. Lyrics written by Amita Karmoker. Prem Jeno Purno Holo Lyrics. Prem Jeno Purno Holo Song Lyrics. Prem Jeno Purno Holo Lyrics By Rupak Tiary. Prem jayno purno holo lyrics.
প্রেম যেন পূর্ণ হল গানটি গেয়েছেন রূপক তিওয়ারি ও তৃষ্ণা শর্মা। গানটির সুরকার হল রূপক নিজেই। গানটির কথা লিখেছে অমিতা কর্মকার। এই গানটি হল সরস্বতী পূজা উপলক্ষে গাওয়া একটি গান। প্রেম যেন পূর্ণ হল গানের কথা।
Prem Jeno Purno Holo Lyrics in Bengali:
তোর কী যে মন খোঁজে
বলনা আমায়
তোর চোখে চোখ রেখে
সন্ধ্যে নামায়
তোর চেনা হাসিতে
আমি হারায়
চল চেনা ঐ পথে
আজ পা বাড়ায়
ঘুম ঘুম দুচোখে
তোকেই মন ছুঁয়ে যায়
আধো আলোয় ইচ্ছেরা শুধুই
উড়তে চায়
প্রেম যেন পূর্ণ হল
যেন সত্যি হল
তোর ঐ ছোঁয়াতে কী যে মায়া
প্রেম যেন পূর্ণ হল
যেন সত্যি হল
তোর অবাক চোখের ইশারায়
চল সাজাই কোন রূপকথা
তোরই সাথে
তোর হাসি এই প্রাণ মেখে
চাই হারাতে
তোকে ভেবে মন হারালো
কোন সে ক্ষণে
আমি হারাবো তাই ডুবেছি
তোরই মনে
ঘুম ঘুম দুচোখে
তোকেই মন ছুঁয়ে যায়
আধো আলোয় ইচ্ছেরা শুধু
উড়তে চায়
প্রেম যেন পূর্ণ হল লিরিক্স:
Tor ki je mon khonje
Bolna amay
Tor chokhe chokh rekhe
Sondhye namay
Tor chena hasite
Ami haray
Chol chena oi pothe
Aaj paa baray
Ghum ghum duchokhe
Tokei mon chuye jay
Adho aloye ichhera shudhui
Urtey chay
Prem Jeno Purno Holo
Jeno sottyi holo
Tor oi choyate kije maya
Prem jayno purno holo
Jayno shotti holo
Tor obak chokher isharay
Amarkobita4u.com
We provide Bengali poems & the lyrics of Bengali songs.