Prithibi Ghumak Song Lyrics

Prithibi Ghumak Lyrics By Topu

Song: Prithibi Ghumak
Singer: Topu
Lyrics & Tune: Topu
Label: G Series

Prithibi Ghumak song is sung, composed & written by Topu. Prithibi Ghumak Lyrics. Prithibi Ghumak Song Lyrics. Prithibi Ghumak Song Lyrics Topu. Prithibi Ghumak Lyrics Bangla.

পৃথিবী ঘুমাক গানটি হল তপুর গাওয়া। তিনি নিজেই হলেন গানটির সুরকার ও কথাকার। পৃথিবী ঘুমাক গানের কথা।

Prithibi Ghumak Lyrics in Bengali:


চেনা শহর জনশূন্য, পরিচিত গলিতে
কেউ নেই এখনও
চাইলেই দেখা হত একদিন
হয়না দেখা আর

আকাশটা খুব নীলচে ভীষণ আর
বাতাস পরিস্কার

ছেঁড়া ফুলের বন্ধ দোকান
অকারণ শব্দে ভরছে না কান দেখো
পৃথিবী খোঁড়ার যন্ত্র-যান সব
দাঁড়িয়ে চুপচাপ

পাখিরা সব আনন্দে ওড়ে আর
তোমার মনখারাপ

আমি বলি আজ থাক
আরও কিছুদিন যাক
আরও কিছুটা সময়, তোর
ইচ্ছে জমিয়ে রাখ

আমি বলি আজ থাক
আরও কিছুদিন যাক
আরও কিছুটা সময়
পৃথিবী ঘুমাক

সাগরে যাব, পা ভেজাবো কবে
আবারও জানিনা
আগের মতো রোদ জড়াবো
ছায়ায় বসবো না

বৃষ্টি হলেই, আসছি বলেই
তোমাকে পাওয়া
বন্ধু ডাকে, দেখব তাকে
বাড়ি ফিরবো না

আমি বলি আজ থাক
আরও কিছুদিন যাক
আরও কিছুটা সময়, তোর
ইচ্ছে জমিয়ে রাখ

আমি বলি আজ থাক
আরও কিছুদিন যাক
আরও কিছুটা সময়
পৃথিবী ঘুমাক

সবকিছু হবে ঠিক একদিন
তুমি আমি ছাড়াও পৃথিবী রঙিন
বেঁচে আছে যা, বাঁচিয়ে রাখার যুদ্ধটা
করো প্রতিদিন

বুকভরা শ্বাস, নীলচে আকাশ আর
বাকি মূল্যহীন

পৃথিবী ঘুমাক লিরিক্স:


Pakhira sob anonde orey
Ar tomar mon kharap

Ami boli aaj thak
Aaro kichudin jak
Aro kichuta somoy, tor
Ichhe jomiye rakh

Ami boli aj thak
Aro kichudin jak
Aro kichuta somoy
Prithibi ghumak
326404665953066090

TRENDING NOW

326404665953066090