Song: Se Ki Jane
Original Singer: Raz Dee
Cover Singer: Tanveer Evan
Cover Music Composer: Piran Khan
Lyrics: Raz Dee
Se Ki Jane Song has originally sung by Raz Dee. Se ki jane song has been covered by Tanveer Evan. Se Ki Jane Song Lyrics. Se Ki Jane Ovimane Toke Hasate Song Lyrics. Shey Ki Jane Lyrics. Se Ki Jane Lyrics By Tanveer Evan. Se Ki Jane Ovimane Lyrics. Se Ki Jane Lyrics Bangla. Shey ki jane song lyrics.
সে কি জানে গানটি গেয়েছেন রাজ দে। গানটি কভার করেছেন তানভীর ইভান। সে কি জানে গানের লিরিক্স।
সে কি জানে
আজও তুই কথা বলিস
আমার সাথে মনে মনে
প্রতিদিন বেরঙ্গিন
সে কি তোর কথা ভাবে
আমার মতো করে
তোর চিঠি কি সে পড়ে
এক মনে মাঝরাতে একটু মুচকি হেসে
তার কাছে চলে যাওয়া
সে তো যাওয়া নয়
দেখা হবে স্মৃতির গভীরে
সে কি জানে অভিমানে তোকে হাসাতে
সে কি পারে বুকে ধরে তোকে ভোলাতে
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে
বল আমার থেকে কে তোকে ভালো জানে
ইশারাতে খুঁজে বেড়ায় তোকে স্বপনে
তোর নাম দেখে হেসে ফেলি আনমনে
কে নিয়ে যাবে তোকে রূপকথার দেশে
বল আমার থেকে কে তোকে ভালো জানে
কতদিন হয়ে গেছে
দেখিনি তোকে
তোকে মন ডাকে
ঘুম থেকে উঠে প্রথমে
তোকে দেখা সে প্রতিদিন
তার কোলে মাথা রেখে কমে যায় কি তোর
ব্যথাও বলনা
তবে আয় ফিরে ঘরে, একসাথে বসে শুনবো
তোর মনের কথা
সে কি জানে অভিমানে তোকে হাসাতে
সে কি পারে বুকে ধরে তোকে ভোলাতে
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে
বল আমার থেকে কে তোকে ভালো জানে
ইশারাতে খুঁজে বেড়ায় তোকে স্বপনে
তোর নাম দেখে হেসে ফেলি আনমনে
কে নিয়ে যাবে তোকে রূপকথার দেশে
বল আমার থেকে কে তোকে ভালো জানে
যদি মনে পড়ে
জিগ্যেস করিস, আছি কেমন
বলবো খুব ভালো
কারণ মিথ্যেটাই আজ বড় প্রিয়
ভরা মেঘের আকাশ...আকাশ
আর চাই না আমার
তুই হলি আমার রাতের একঝাঁক তারা
একঝাঁক তারা
Shey ki jane
Aajo tui kotha bolis
Amar sathe mone mone
Se ki jane ovimane toke hasate
Se ki pare buke dhore toke bholate
Tor priyo gaan ke geye shonabe
Bol amar theke ke toke valo jane
Ishara te khuje beray toke swopone
Tor nam dekhe hese feli apone
Ke niye jabe toke rupkothar deshe
Bol amar theke ke toke bhalo jane