Take Joto Tarai Dure Lyrics (তাকে যত তাড়াই দূরে) Lagnajita Chakraborty | Onno Bosonto
Song: Take Joto Tarai Dure
Film: Onno Bosonto
Singers: Lagnajita Chakraborty, Dibyendu Mukherjee
Music & Lyrics: Tapas Das, Dipankar Chakraborty
Original Singer: Tapas Das
Band: Mohiner Ghoraguli
Album: Khyapar Gaan
Take Joto Tarai Dure song has been sung by Lagnajita Chakraborty & Dibyendu Mukherjee. This song is from the movie Onno Bosonto. This song was originally performed by Mohineer Ghoraguli & sung by Tapas Das. The credit of Music & Lyrics goes to Tapas Das & Dipankar Chakraborty. Take Joto Tarai Dure Song Lyrics. Take Joto Tarai Dure Dure Lyrics. Take Joto Tarai Lyrics. Take Joto Tarai Dure Dure Lyrics in Bengali. Taake Joto Tarai Dure Lyrics.
তাকে যত তাড়াই দূরে গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী ও দিবেন্দু। গানটি ব্যবহার করা হয়েছে "অন্য বসন্ত" সিনেমাতে। গানটির মূল রচয়িতা হলেন তাপস দাস। মহিনের ঘোড়াগুলি বাংলা ব্যান্ড এই গানটি পারফর্ম করেছিলেন। তাকে যত তাড়াই দূরে গানের কথা।
তাকে যত তাড়াই দূরে, দূরে
তবু সে আসে,
মেঘলা চোখে ঘুরেফিরে
থাকি আমি ভয়ে দূরে, দূরে
যদি সে গেয়ে ওঠে
অন্য কোন সুরে
আজ কাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মতো আমার ছায়ায়
ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে একলা রাতে অন্য মন
সে অবুঝ খেয়ালী
সে ভীষণ একাকী
আবেগ সবই, তার তো ফাঁকি
এখনও ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল, বিছানায় সে
ফিরবে পাশ
তাকে যত তাড়াই দূরে, দূরে
তবু সে আসে,
মেঘলা চোখে ঘুরেফিরে
Take Joto Tarai Dure Dure
Tobu se asey
Meghla chokhe ghure phire
Thaki ami bhoye dure dure
Jodi se geye othey
Onno kono surey
Aaj kal ba porshu
Jodi se esey daray
Chayar moto amar chayay
Chayaro chayate se onnyojon
Bhor dupure ekla raate onno mon