Tumpa Sona New Song Lyrics

Tumpa Sona New Song Lyrics

Song: Tumpa Sona 3.0
Singer: Arup Kanti Pal
Lyrics: Panchanan Naskar
Initiative Taken By: Amago ek khan dash asilo & Bam potoner shobdo hoy

Tumpa Sona 3.0 is a new version of popular Bengali hit song Tumpa. This song is a political satire. This song has been sung by Arup Kanti Pal. Tumpa Sona New Song Lyrics in Bengali. Tumpa Sona 3.0 Song Lyrics.

টুম্পা সোনা ৩.০ গানটি হল অরূপ কান্তী পালের গাওয়া। গানটি "আমাগো একখান দ্যাশ আসিলো" ও "বাম পতনের শব্দ হয়" দুটো জনপ্রিয় ফেসবুক পেজের উদ্যোগে বানানো হয়েছে।

Tumpa Sona 3.0 New Song Lyrics in Bengali:


রেজ্জাক হজ্বে গেল, সাতবার মন্ত্রী হল
তারাপীঠে গিয়ে সুভাষ খিস্তি খেল
সিঙ্গুর নেতাই হল, তারপর সকাল হল
ঘুম থেকে উঠে দেখি ভোটার পালায় জানলা দিয়ে

বাম-কং জোটে এলো, মনটা ভেঙে গেল
সূয্যির দুশো কোথায়, টেনেটুনে ত্রিশ হল
নকশাল হয়ে যাব, তখন আমি ভেবেছিলাম
তারপর হঠাৎ করেই পিকচারে পীরজাদা এলো

ও টুম্পা সোনা, পীরের ঝান্ডা দে না
আমি মাইরি বলছি আর মার্ক্স পড়ব না
চাঁদনি রাতে পীরজাদার সাথে
যাব মোনাজাতে ওদের ভোট কুড়াতে

টুম্পা, তোকে নিয়ে ব্রিগেড যাব
টুম্পা, পীরজাদার স্পিচ শোনাবো
টুম্পা, ফেজ টুপি মাথায় রবে
টুম্পা, দাড়ি আরও লম্বা হবে টুম্পা...

এই টুম্পা আয় আয়
টুম্পা, আ যা মেরি পাস
আমার ভাইজান আব্বাস

জামানত যাওয়ার আগেই
উল্টে দেব তাস
পাল্টে দেব বাজি
স্লামালাইকুম হাজী
সব স্বপ্ন হবে সত্যি, বলছে সুজন চক্কোবোত্তি

সুজন্দা... নাচুন না
এই সুজন্দা... আরে নাচুন না

আমি ফুরফুরা গিয়ে সাধের গোঁফ কামিয়ে
রিফিউজি ভোটের নামে এসেছি পিন্ডি দিয়ে
সামনের ভাদ্র মাসে কাজীর বাড়ি গিয়ে
আরবিতে মন্ত্র পড়ে টুম্পাকে করব বিয়ে

টুম্পা, ঝাঁটা কেন তুই দেখালি
টুম্পা, বুথে গিয়ে দাগা দিলি
টুম্পা, বামফ্রন্ট সেই খোয়ারেই
টুম্পা, ভোট কি পদ্মে যাবে টুম্পা...
326404665953066090

TRENDING NOW

326404665953066090