Urey Jarey Munia Song Lyrics

Urey Jarey Munia Lyrics. উড়ে যারে মুনিয়া লিরিক্স

Song: Urey Jarey Munia
Singers: Habib Wahid, Sithi Saha
Music: Habib Wahid
Lyrics: Mir Shariful Karim Srabon


Urey Jarey Munia song is sung by Habib Wahid & Sithi Saha. Habib Wahid has composed the music of this song. Lyrics written by Mir Shariful. Habib & Sithi Saha were seen acting in this music video. Urey Jarey Munia Lyrics. Urey Jarey Munia Song Lyrics. Urey Jarey Munia Lyrics By Habib. Urey Jare Munia Lyrics.

উড়ে যারে মুনিয়া গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদসিথি সাহা। গানটির সুরকার হলেন হাবিব ওয়াহিদ নিজেই। গানটির কথা লিখেছেন মির শরিফুল। উড়ে যারে মুনিয়া গানের কথা।

Urey Jarey Munia Lyrics in Bengali:


উড়ে যারে মুনিয়া
তারে গিয়ে বল না
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না

হায় এ ভুবন ভুলিয়া
শুধু তার পানে চাহিয়া
দিন কাটে না

যায় দিনমান ফুরিয়া
মন কেন হায় মানে না
তুমি আসো না

উড়ে যারে মুনিয়া
তারে গিয়ে বল না
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না

তোর এলো চুল যে ওড়ে
নোনা হাওয়ার পরে
তোর হাসির ঝিলিক ভাসে
সূর্য যেথায় হাসে

ও প্রিয়... মন আমার ঢেউয়েতে ভেসে যায়
ও নুপুর যেখানে ছুঁয়ে যায়

ঢেউ এসে বাজালো নুপুর
কে ছুঁলো আমার এলোচুল
কাছে এসে বারে বারে ক্ষণে ক্ষণে
তুমি আবার হারাও

উড়ে যারে মুনিয়া লিরিক্স:


Urey Jarey Munia
Tare giye bolna
Ore mon rosia
Eka valo lage na

Haaye e vubon vulia
Shudhu tar pane chahiya
Din kate na

Jaay dinman furiya
Mon keno haaye mane na
Tumi asona
326404665953066090

TRENDING NOW

326404665953066090