Chup Kore Tui Lyrics (চুপ করে তুই) Monali Thakur | Ash King | Ei Ami Renu
Song: Chup Kore Tui
Film: Ei Ami Renu
Singers: Monali Thakur & Ash King
Music & Lyrics: Rana Mazumder
Starring: Gaurav, Sohini
Chup Kore Tui Song is from the movie Ei Ami Renu. This song has been sung by Monali Thakur & Ash King. Music Composed by Rana Mazumder. He also wrote the lyrics. Chup Kore Tui Song Lyrics. Chup Kore Tui Song Lyrics Bangla. Chup Kore Tui Lyrics From Ei Ami Renu. Chup Kore Tui Lyrics By Monali Thakur. Chup Kore Tui Lyrics By Ash King.
চুপ করে তুই গানটি হল "এই আমি রেণু" সিনেমার গান। গানটি গেয়েছেন মোনালী ঠাকুর ও অ্যাশ কিং। গানটির সুরকার হলেন রাণা মজুমদার। তিনি নিজেই গানটির কথা লিখেছেন। চুপ করে তুই গানের লিরিক্স।
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা
বলতে চেয়েছি, ভয়ে মরেছি
আড়ালে তোকে কত দেখেছি
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা
এই ফাল্গুনে পলাশের আবিরে
রং গুলে তোকে সাজাই
তোর সুরভী অন্তরে বাহিরে
আজ আমায় কে আর পায়
আমি পেয়েছি, বুকে বেঁধেছি
ছাড়বোনা তোকে, দিব্যি খেয়েছি
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা
Chup kore tui, keno chhili shudhui
Mone bendhe rekhe chupkotha
Aaj bole dey sob badha katiye
Rangiye e bosonto bela
Bolte cheyechhi, bhoye morechhi
Araley toke koto dekhechhi
Bolchhe akash aar batas
Tui amar