Song: JBL E Gaan Bajabo
Singer: Keshab Dey
Tune & Music: Keshab Dey
Lyrics: Badal Paul, Keshab, Mimo, Suman T
JBL E Gaan Bajabo song has been sung & composed by Keshab Dey. He himself contributed in writing the lyrics along with others. JBL E Gaan Bajabo Song Lyrics. JBL E Gaan Bajabo Lyrics Bangla. Jaate Matal Taale Thik Lyrics.
জেবিএল এ গান বাজাবো গানটি কেশব দে এর গাওয়া। সে নিজেই গানটির সুর তৈরী করেছে। JBL এ গান বাজাবো লিরিক্স।
ফাংশন ভুলে গেছি, ডিজে গানে নাচছি
দামি মাল ভুলে এবার বাংলা মাল খাচ্ছি
বেহুঁশ হয়ে গেলে মাঠেই পড়ে থাকছি
বাবা মা খুঁজতে এলেই বিমল মেরে যাচ্ছি
জেবিএল এ গান বাজাবো
মদ খেয়ে বাওয়াল দেব
জেনারেটর মিউজিক এ তে নাচব সবাই
জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক
মদ খেলে মনে পড়ে আমার টুরু লাভের কথা
ও আমায় ছাড়লো কেন ভাই?
বাদ দে প্রেম পিরিতি, ওগুলো সব ভাটের কথা
চল আজ একসাথে মাল খাই।
পাঁচতলা মল পুরোটাই গন্ডগোল
নিতাই গৌর হরিবোল
লজ্জা শরম চুলোয় গেছে, ময়দায় মামনি সাজে
জানি ফেটে গেল কালিরামের ঢোল
জেবিএল এ গান বাজাবো
মদ খেয়ে বাওয়াল দেব
জেনারেটর মিউজিক এ তে নাচব সবাই
জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক
বাবা ভাবে ছেলে আমার বিগড়ে গেছে সঙ্গ দোষে
জানে না আমি সর্দার
পাড়ার ওই সিসিটিভি কাকিমারা হিংসে করে
ভোলা দা'কে জানানো দরকার
আমি বলি কী গো দিদি, তোমার ছেলে কী কী করে
সে খবর রাখছো তো আজকাল?
সামনে ভদ্র সাজে, মায়ের সোনা ছেলে হয়ে
ওদিকে নাইট ক্লাবে মাতাল
জেবিএল এ গান বাজাবো
মদ খেয়ে বাওয়াল দেব
জেনারেটর মিউজিক এ তে নাচব সবাই
জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক
এরপর ভুলে গেছি
বাকিটা লিখছি
Function vule gechi, dj gaane nachchi
Dami mal vule ebar bangla maal khachhi
Behush hoye gele mathei pore thakchi
Baba maa khunjte elei bimal mere jachhi
JBL e gaan bajabo
Mod kheye baowal debo
Generator music a te nachbo sobai
Jaate matal taale thik
Ami guru romantic