Moner Modhye Bhoy Lyrics (মনের মধ্যে ভয়) Anupam Roy | Flyover | Koel Mallick
Song: Moner Modhye Bhoy
Film: Flyover
Singer, Composer, Lyricist: Anupam Roy
Cast: Koel Mallick, Gaurav Chakrabarty, Ravi Shaw, Shantilal Mukherjee, Koushik Roy, Poulomi Das
Moner Modhye Bhoy Song has been sung, composed & written by Anupam Roy. This song is from the Bengali movie "Flyover". Moner Modhye Bhoy Song Lyrics. Moner Modhye Bhoy Lyrics By Anupam Roy. Moner Modhye Bhoy Song Lyrics From Flyover.
মনের মধ্যে ভয় গানটি হল "ফ্লাইওভার" সিনেমার গান। গানটি গেয়েছেন, সুর তৈরী করেছেন এবং লিখেছেন অনুপম রায়। মনের মধ্যে ভয় গানের লিরিক্স।
মনের মধ্যে ভয়
নতুন কিছু নয়
ভাঙবে কিভাবে ভাবি
কোথায় রেখেছ চাবি
আমাকে তৈরি করো
শক্ত করে ধরো
সহ্য করো ভুল আমার
প্রশ্ন দুচোখে হাজার
দুঃসাহসের খাতা খুলে
অচেনা সুর হয়তো ছুঁলে
তাইতো সময় থমকে আছে আমার
না না, এখনো হারিনি
হাতটা এখনো ছাড়িনি
ছাড়বো না তোমায়
হয়তো এ অন্ধকারে
শুধু যন্ত্রণা বাড়ে
তাই গাইতে দাও এই গান আমায়
আলো কমে আসে
কেউ নেই পাশে
নিঃসঙ্গ একা ঘরে
জড়তা চেপে ধরে
দুঃসাহসের খাতা খুলে
অচেনা সুর হয়তো ছুঁলে
তাইতো সময় থমকে আছে আমার
না না, এখনো হারিনি
হাতটা এখনো ছাড়িনি
ছাড়বো না তোমায়
Moner Modhye Bhoy
Notun kichhu noy
Vangbe kibhabe vabi
Kothay rekhechho chabi
Amake toiri koro
Shokto kore dhoro
Sojjyo koro vul amar
Proshno duchokhe hazar
Dusahosher khata khule
Ochena sur hoyto chhule
Taito somoy thomke achhe amar
Na na ekhono harini
Haat ta ekhono chharini
Chharbo na tomay