Song: Monta Obaddho
Singer: Mahtim Shakib
Tune: Bahauddin Rimon
Composition: Shovon Roy
Lyrics: Prosenjit Ojha
Natok: Chotobelar Prem
Cast: Prottoy Heron, Mahima & Anik
Label: Protune
Monta Obaddho Song has been sung by Mahtim Shakib. Music composed by Shovon Roy. Lyrics written by Prosenjit Ojha. This song is from the Bengali drama "Chotobelar Prem". Monta Obaddho Lyrics. Monta Obaddho Song Lyrics. Monta Obaddho Lyrics Mahtim Shakib. Monta Obaddho Lyrics Bangla.
মনটা অবাধ্য গানটি হল "ছোটবেলার প্রেম" নাটকের গান। গানটি গেয়েছেন মাহতিম শাকিব। গানটির সুরকার হলেন শোভন রায়। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ। মনটা অবাধ্য গানের লিরিক্স।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে
পারিনা তাকে, কোনোভাবে ফেরাতে
আমার মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়
তোমাকে ছোঁয়ার নেইতো
আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো
বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শঃ
কষ্টের বোঝা বেড়েই
যাচ্ছে ক্রমশঃ
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে
পারিনা তাকে, কোনোভাবে ফেরাতে
বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল
বাস্তবতায় খাবি খায়, শুধু হারায় না তার মনোবল
তোমাকে ছোঁয়ার নেইতো
আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো
বড় ভাগ্য
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে
পারিনা তাকে, কোনোভাবে ফেরাতে
কেন যে তোমার সাথে মনের এতো টান
কথা হয়নাই দেখেছি শুধু
তবু কিসের অভিমান
Ghum chole jay
Tomar chokhe berate
Parina take kono bhabe ferate
Amar mon tomar moner paray
Bokasoka hoye arale abdale daray
Tomake chowar neitoh
Amar saddho
Dekhte paowa
Seito boro vaggo
Monta obaddho
Hochhe prayosho
Koshter bojha
Berei jachhe kromosho