Song: Thanda Coffee
Singer, Tune & Music: Habib Wahid
Lyrics: Ali Baker Zico
Thanda Coffee song is sung by Habib Wahid. He also composed the music. Lyrics written by Ali Baker Zico. Thanda Coffee Lyrics. Thanda Coffee Song Lyrics. Thanda Coffee Lyrics Habib Wahid.
ঠান্ডা কফি গানটি হল হাবিব ওয়াহিদ এর গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। গানটির কথা লিখেছেন আলি বাকের জিকো। ঠান্ডা কফি গানের লিরিক্স।
খোলা জানালায় বসে, ভাবছো কী?
একা একা লাগছে নাকি ও
একা একা লাগছে নাকি
রোদেলা দুপুর, ভেপসা গরম
ঠান্ডা কফিতে একটা চুমুক
দাও তো লক্ষ্মীটি
ভরদুপুরে কোকিলের কন্ঠে
তোমারই সুর বাজে, অজান্তে
স্বপ্নের সে স্থানে একসাথে শুয়ে
স্বপ্নে ভাসবো তোমাকে নিয়ে
জানি একদিন তোমাকে ছোঁব লক্ষ্মীটি
সারারাত জেগে করবো খুনসুটি
খোলা জানালায় বসে, ভাবছো কী?
একা একা লাগছে নাকি ও
একা একা লাগছে নাকি
রোদেলা দুপুর, ভেপসা গরম
ঠান্ডা কফিতে একটা চুমুক
দাও তো লক্ষ্মীটি
তোমার চোখ যে কথা বলে
সে কথা বুঝে গিয়েছি, অজান্তে
হৃদয়ের প্রাণ যখন বুকে লাগে
তোমাকেই দেখতে পায় সবখানে
জানি একদিন তোমাকে ছোঁব লক্ষ্মীটি
সারারাত জেগে করবো খুনসুটি
Khola janalay bose vabcho ki
Eka eka lagche naki o
Eka eka lagche naki
Rodela dupur, vepsa gorom
Thanda coffe te ekta chumuk
Dao toh lokkhiti