Song: Tomake Cheyechi Sevabe
Singer: Rishi Panda
Music: Subhrajit Panda
Lyrics: Koushik Roy
Tomake Cheyechi Sevabe Song is sung by Rishi Panda. Music composed by Subhrajit Panda. Lyrics written by Koushik Roy. Originally this song was sung by Subhrajit Panda. Tomake Cheyechi Sevabe Song Lyrics. Tomake Cheyechi Sevabe Lyrics Rishi Panda. Tomake Cheyechi Sevabe Lyrics Bangla. Tomake Cheyechi Sebhabe Lyrics.
তোমাকে চেয়েছি সেভাবে গানটি হল ঋষি পান্ডার গাওয়া। গানটির সুরকার হলেন শুভ্রজিৎ পান্ডা। গানটির কথা লিখেছেন কৌশিক রায়। তোমাকে চেয়েছি সেভাবে গানের কথা।
সেজন এমন ছায়ার মতন
রোদের আদর মাখে গালে
সেজন তেমন উজল এমন
বিষাদ মেখেছে যাপনে
সহজ সেজন মায়ার মতন
স্বজন বেঁধেছে আঁচলে
যেভাবে শ্রাবণ তোমাকে ছুঁয়ে
রূপবতী শোক হয়ে যায়
যেভাবে আখর সাঁঝের প্রদীপে
গেরস্থালি খুঁজে পায়
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তুমিও কি তাই
রাত হয়ে যাও
চাঁদচোঁয়া নীল
অবসাদ হয়ে যাও
তোমারও কি তাই
দুখ ভেসে যায়
চোট ছুঁয়ে প্রেম
অপরূপ হেসে যায়
যেভাবে বাড়ে সুখ অভিসারে
প্রেম খোঁজে প্রিয় ডাকনাম
যেভাবে মেশে পরাগ বাতাসে
পথ ভোলে নাবিকের গান
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
Se jon emon chayar moton
Rouder ador makhe gale
Sejon temon ujol emon
Bishad mekheche japone
Sohoj sejon mayar moton
Swojon bendheche anchole
Jevabe shrabon tomake chuye
Rupoboti shok hoye jay
Jebhabe akhor sanjher prodipe
Gerosthali khunje paai
Tomake Cheyechi Sevabe
Bishad chuyeche jevabe
Tomake Cheyechi sebhabe
Bishad chuyeche jebhabe