Tor E Bristi Song Lyrics

Tor E Bristi Lyrics By Tarishi Mukherjee

Song: Tor E Bristi
Singers: Tarishi Mukherjee, Akash Bhattacharya
Lyricist: Aviman Paul
Composer: Rupak Tiary
Cast: Mukul Kumar Jana & Shinjinee Chakraborty

Tor E Bristi song has been sung by Tarishi Mukherjee & Akash Bhattacharya. Music composed by Rupak Tiary. Lyrics written by Aviman Paul. Tor E Bristi Song Lyrics. Tor E Bristi Lyrics. Tori Bristi Song Lyrics. Tor e brishti lyrics. Tor e bristi lyrics bangla.

তোরই বৃষ্টি গানটি গেয়েছেন তারিশী মুখার্জী ও আকাশ ভট্টাচার্য। গানটির সুরকার হল রূপক তিওয়ারি। কথা লিখেছে অভিমান পাল। তোরই বৃষ্টি গানের লিরিক্স।

Tor E Bristi Lyrics in Bengali:


তোরই বৃষ্টি
হাওয়াতে ডাক পাঠায়
তোরই কবিতা
আমাকে ছুঁতে চায়

তোর জন্য মনখারাপের রঙে ছিল মেঘ
আমিও আগের মতো লিখেছি আবেগ
তোর জন্য মনখারাপের রঙে ছিল মেঘ
এঁকেছি আনমনে ইশারায়

তোরই বৃষ্টি
হাওয়াতে ডাক পাঠায়
তোরই কবিতা
আমাকে ছুঁতে চায়

তোরই বৃষ্টি...

কিভাবে বল তোকে বোঝাতে পারি
লাজুক চোখের ইশারায়
আমিও কত কী গল্প সাজিয়েছে
ভেজা মনের সীমানায়

তোর জন্য মনখারাপের রঙে ছিল মেঘ
আমিও আগের মতো লিখেছি আবেগ
তোর জন্য মনখারাপের রঙে ছিল মেঘ
এঁকেছি আনমনে ইশারায়

তোরই বৃষ্টি
হাওয়াতে ডাক পাঠায়
তোরই কবিতা
আমাকে ছুঁতে চায়

তোরই বৃষ্টি লিরিক্স:


Tor e bristi
Haowa te daak pathay
Tor e kobita
Amake chhute chay

Tor jonno mon kharaper ronge chhilo megh
Amio ager moto likhechi abeg
Tor jonno mon kharaper rang e chilo megh
Ekechi anmone isharay
326404665953066090

TRENDING NOW

326404665953066090