Chere Jas Na Song Lyrics

Chere Jas Na Song Lyrics

Song: Chere Jas Na
Singer: Rishi Panda
Music: Rishi Panda
Lyrics: Shreyam Acharya
Cast: Monalisa, Sudipta, Shreyasi, Subhadeep

Chere Jas Na Song has been sung & composed by Rishi Panda. Lyrics written by Shreyam Acharya. Chere Jas Na Lyrics. Chere Jas Na Lyrics Rishi Panda.

ছেড়ে যাস না গানটি হল ঋষি পান্ডার গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। গানটির কথা লিখেছেন শ্রেয়ম। ছেড়ে যাস না গানের লিরিক্স।

Chere Jas Na Lyrics in Bengali:


ভালোবেসে, ছোট্ট তারা
ভীতু ভীষণ, দিশেহারা

মেঘলা ঠোঁটে, আস্কারা দেয় মন
অল্প আঠায়, ডাকনামে
প্রেম পাঠালাম, হলদে খামে

দুপুরের ক্লাসে, লুকোচুরি করে মন

ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়

সন্ধ্যের শহর প্রেমে ডুবে যায়
চাঁদে মেঘ জমে এসে গালে চুমু খায়
রূপকথারা মিথ্যে হলে
ভোরের স্বপ্ন গুলো গল্প বলে যায়

জমা থাক যত হাসি তোমার বুকের মলাটে
ছুঁয়ে বল ভালোবাসি ঠোঁটে লালের জমাটে

চাঁদের সাথে, ছোট্ট তারা
ঘুমিয়ে যখন, ব্যস্ত পাড়া

বালিশের নিচে আদরে ফোটাই ফুল

মেঘের পালক, তুলির টানে
প্রেম পাঠালাম, কথায় গানে

দুপুরের ক্লাসে, লুকোচুরি করে মন

ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়
326404665953066090

TRENDING NOW

326404665953066090